Thank you for trying Sticky AMP!!

৫২ তে বাংলা ৭১ এ দেশ

আমার মাতৃভাষা আজ ক্রন্দনরত মায়ের কোলে, 

বাংলিশের উৎপাতে, নেতারা সেমিনার সিম্পোজিয়াম
নিয়ে মত্ত, পাতিরা লেজুড় ধরে, বাংলার দামাল
ছেলেরা ঘুমিয়ে আছে, বানরগুলো তৈলাক্ত বাঁশে।

বাহান্নতে বাংলা পেলাম একাত্তরে দেশ,
এইতো আমার বাংলাদেশ, হাজারো নারীর
ইজ্জত হারিয়ে তিরিশ লক্ষের জীবন শেষ।

গলা চিপে ধরা ধবধবে সাদা রাজহংসের মতো
বাংলাভাষা, ভিনদেশি বর্ণমালার খোলস পরে
বেহায়ার মতো করছে রং-তামাশা। তবে কী ভুলে
গেছ আত্মত্যাগের গৌরবময় ইতিহাসের ব্যথা।

ভুলে কী বসেছ সালাম জব্বার রফিক বরকতের কথা।
সারা বছর বাংলিশ, ফেব্রুয়ারিতে বাংলা এ কোন সভ্যতা?