Thank you for trying Sticky AMP!!

'ট্রাম্প সুস্থ আছেন'

ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীর-স্বাস্থ্য ভালো আছে। প্রায় চার ঘণ্টা টানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সুস্থ আছেন। শুধু সুস্থই নন, তাঁর শারীরিক অবস্থা খুব ভালো বলেই চিকিৎসক প্রাথমিকভাবে মত দিয়েছেন।

গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় দফা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করান। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চার ঘণ্টা ধরে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

মার্কিন নৌবাহিনীর চিকিৎসক, প্রেসিডেন্টের চিকিৎসক শেইন কনলে এ বিষয়ে সংক্ষিপ্ত বিবরণীতে বলেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা খুব ভালো এবং আশা করছি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়সীমার পরও তাঁর শারীরিক অবস্থা এমনই থাকবে।’

প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে শেইন কনলে এর বেশি কিছু বলেননি। নানা পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পর্যালোচনা চলছে এবং পরে কোনো এক সময়ে তা জানা যাবে বলে জানানো হয়েছে।

ম্যারিল্যান্ডে অবস্থিত সামরিক এ হাসপাতালে ১১ সদস্যের বিশেষজ্ঞ দল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করালেন। গত বছর নৌবাহিনীর চিকিৎসক রিয়ার অ্যাডমিরাল রনি জ্যাকসন রীতিমতো সংবাদ সম্মেলন করে প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্থতার বিবরণ দিয়েছিলেন। এবার এমন সংবাদ সম্মেলন করে প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্থতার সংবাদ জানানো হচ্ছে না বলেই মার্কিন সংবাদমাধ্যম বলছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু কট্টর সমালোচক যখন তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলে আসছেন, তখন তাঁর স্বাস্থ্যের বিষয়ে এমন খবর এল।