Thank you for trying Sticky AMP!!

'প্যারাসাইট' অস্কার জিতে নেওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক অঙ্গনে চলতি বছর বেশ কিছু পুরস্কার পেয়ে বাজিমাত করা চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার প্যারাসাইট। এই প্রথম কোনো বিদেশি ভাষার চলচ্চিত্র অস্কারের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে ৯২ বছরের ইতিহাস ভেঙে দিয়েছে।

কিন্তু প্যারাসাইট–এর এই একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট প্রাপ্তিকে ভালোভাবে নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে একটি নির্বাচনী সভায় আগত ব্যক্তিদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, চলতি বছরের একাডেমি অ্যাওয়ার্ড কতটা খারাপ ছিল? চলচ্চিত্রের ভালোমন্দ বিচারেও দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যকে টেনে এনেছেন তিনি। তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যসহ আমাদের অনেক সমস্যা আছে। এরপরও প্যারাসাইটকে কর্তৃপক্ষ সেরা চলচ্চিত্রের পুরস্কার দিয়েছে?’

দক্ষিণ কোরিয়ার বং জুন-হো পরিচালিত এই চলচ্চিত্রে উঠে এসেছে শ্রেণিভেদের গল্প। ধারণা করা হচ্ছে, ট্রাম্প চলচ্চিত্রটি দেখেননি। তিনি সেটার ইঙ্গিতও দিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা কি ভালো চলচ্চিত্র? আমি জানি না।’ তিনি আরও বলেন, ‘এই চলচ্চিত্র যদি ভালোও হয়, তবে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার পেতে পারত। কিন্তু না, এটা সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল। এমনটা কি হয়েছে এর আগে?’