Thank you for trying Sticky AMP!!

নিউজার্সির বাড়িতে আছড়ে পড়ল ‘রহস্যজনক’ বস্তু

ধাতব বস্তুটি উল্কাপিণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের হোপওয়েল শহর এলাকার একটি বাড়ির ছাদে একটি ধাতব বস্তু আছড়ে পড়েছে।

ধাতব বস্তুটি উল্কাপিণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় গত সোমবার বেলা একটার কিছু সময় পর ওল্ড ওয়াশিংটন ক্রসিং পেনিংটন রোড এলাকায় অবস্থিত একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, বস্তুটি আয়তাকার। দেখতে ধাতব পদার্থের মতো।

বাড়ির বাসিন্দারা জানান, ঘটনার পর তাঁরা সংশ্লিষ্ট সহায়তা কর্তৃপক্ষকে ফোন করেন। আকাশ থেকে কোনো বস্তু যে বাড়ির ছাদে এসে পড়েছে, এ কথা কর্তৃপক্ষকে বোঝাতে তাঁদের বেগ পেতে হয়েছে।

পরিবারটি বলছে, এ ঘটনায় কেউ আহত না হওয়ায় তাঁরা স্বস্তিবোধ করছে। বাড়ির ছাদে আছড়ে পড়া বস্তুটিকে তারা মহাকাশ থেকে পাওয়া একটি উপহার হিসেবে বিবেচনা করছে।

সুজি কপ নামের পরিবারটির এক সদস্য বলেন, শুরুতে তিনি ভেবেছিলেন, কেউ হয়তো পাথর ছুড়েছে। পরে বুঝতে পারেন, বিষয়টি তা নয়।

সুজি কপ বলেন, তাঁরা বস্তুটিকে উল্কাপিণ্ড বলে ভাবছেন। বস্তুটির আঘাতে মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ পাথর ভেবে তিনি বস্তুটিকে স্পর্শ করেছিলেন। স্পর্শ করে বুঝতে পারেন, বস্তুটি গরম হয়ে আছে।