যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর দেশটির মেরিল্যান্ড ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেশ কয়েকটি নির্বাচনী কার্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে অঙ্গরাজ্যগুলোর কর্তৃপক্ষ। তবে কার্যালয়গুলোয় কোনো বিস্ফোরক না মেলায় একে ভুয়া হুমকি বলে উল্লেখ করেছে পুলিশ।
মেরিল্যান্ডের নির্বাচনবিষয়ক প্রশাসক জেরাড ডিম্যারিসিন বলেন, বোমা হামলার হুমকির পর কয়েকটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এক্সে একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সর্বশেষ এ ঘটনগুলোর (হুমকি) পর আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কেন্দ্রীয় অংশীদারদের সঙ্গে কাজ করছি। কোনো কিছুই আমাদের লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়াবে না।’
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ ও রিভারসাইড এলাকার ভোটার নিবন্ধনকারীদেরও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনী কার্যালয় থেকে লোকজনকে কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়া হয়। এক বিবৃতিতে অরেঞ্জ এলাকার ভোটার রেজিস্ট্রার বব পেজ বলেন, ‘এ ঘটনা মোকাবিলা করতে এবং আমাদের কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারী ও সাধারণ মানুষকে নিরাপদে রাখতে নিরলসভাবে কাজ করছি।’
৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিনও যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। পরে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছিল, ওই হুমকিগুলোর কোনোটিই বিশ্বাসযোগ্য নয়। আর কয়েকটি হুমকি রাশিয়ার ই–মেইল ডোমেইন ব্যবহার করে পাঠানো হয়েছে।