সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২ ফেব্রুয়ারি, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সরকারে থেকে যদি দল গঠন করেন, এ দেশের মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল

রাজধানীর উত্তরা এলাকায় পশ্চিম থানার খেলার মাঠে আজ শনিবার বিকেলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সতর্ক করে তিনি বলেছেন, সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না।
বিস্তারিত পড়ুন...

হাসিনা পালানোর পরও কেন সাভারে পুলিশ এই হত্যাকাণ্ড চালাল

শেখ হাসিনার বিদায় ঘোষণা বা দেশ ছেড়ে পালানোর পর গত ৫ আগস্ট রাজধানী ঢাকার পাদদেশ সাভারে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, তার একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে প্রথম আলো। ভিডিওটি দেখার পর সত্যি আমি চোখে পানি ধরে রাখতে পারিনি। আমার বিশ্বাস, যাঁরাই আবদুল্লাহ আল হোসাইনের ওই প্রামাণ্যচিত্র দেখেছেন, তাঁদের হৃদয়ের আরও একটিবার রক্তক্ষরণ হবে। বিস্তারিত পড়ুন...

বরেণ্য এই অভিনেতার প্রেম, বিয়ে ও সংসারের দিনগুলো রোমাঞ্চে ভরা, তাঁকে চিনতে পেরেছেন কি

বিয়ের আসরে আবুল হায়াত ও শিরী হায়াত
ছবি: অভিনেতার পারিবারিক অ্যালবাম থেকে

আমার ৫০তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে এক ভাগনে রিটু হঠাৎ মাইক্রোফোন নিয়ে বলে বসল, ‘মামা, মামির সঙ্গে প্রথম দেখা হওয়ার গল্পটা আজ বলতেই হবে।’
উপস্থিত অতিথিরাও বেশ মজা পেলেন, সবাই এক বাক্যে ধুয়া তুললেন, ‘হ্যাঁ হ্যাঁ, বলতে হবে।’ বিস্তারিত পড়ুন...

ট্রাম্পের সহায়তা কার্যক্রম স্থগিত করার ঘোষণায় কোন দেশগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে

প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে একের পর এক নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রায় সব বিদেশি সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন। নিজের ‘আমেরিকা ফার্স্ট’ (যুক্তরাষ্ট্রের স্বার্থ সবার আগে) নীতি কার্যকর করার অংশ হিসেবে তিনি এ উদ্যোগ নেন। এতে তাৎক্ষণিকভাবে দেশটির কোটি কোটি ডলারের বৈশ্বিক সহায়তা প্রদান স্থগিত হয়ে গেছে। বিস্তারিত পড়ুন...

১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চায় ইংল্যান্ড

কনকাশন সাব হিসেবে নেমে ৩ উইকেট নিয়েছেন হর্ষিত
বিসিসিআই

ইংল্যান্ডের অসন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণও আছে। কনকাশন সাবের নিয়ম অনুসারে, কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে ওই খেলোয়াড়ের জায়গায় তাঁর মতোই কাউকে নামাতে পারবে। অর্থাৎ ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান, বোলারের জায়গায় বোলার। বিস্তারিত পড়ুন...