সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৬ ডিসেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ঢাকায় ১০ ডিসেম্বর আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়নি ইসি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চেয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, তাঁরা এ সমাবেশ করার অনুমতি পাননি, নির্বাচন কমিশন অনুমতি দেয়নি। বিস্তারিত পড়ুন...

মোটরসাইকেল চুরি ঠেকাতে কী করতে হবে, বললেন ‘চোরদের গুরু’

আবুল কালাম আজাদ
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তালিকায় ‘শীর্ষ’ মোটরসাইকেল চোর তিনি। ১৩ বছরে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল চুরি করেছেন। ধরা পড়েছেন অন্তত ৪৫ বার। তাঁর বিরুদ্ধে ৫৩টি মামলার তথ্য পাওয়া গেছে। চুরি ঠেকাতে চালকের কী ধরনের নিরাপত্তা নেওয়া উচিত, এ বিষয়ে ডজনখানেক ‘চোরের গুরু’ আবুল কালাম আজাদ তিন ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা বললেন। এর একটি ব্যবস্থা নিলেই মোটরসাইকেল চুরি রোধ সম্ভব বলে মনে করেন তিনি। বিস্তারিত পড়ুন...

জিম্বাবুয়ে-উগান্ডার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন
ফাইল ছবি: রয়টার্স

জিম্বাবুয়েতে গণতন্ত্র ক্ষুণ্নের জেরে ভিসা নিষেধাজ্ঞা নীতি প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর উগান্ডায় যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা নীতি বিস্তৃত করার ঘোষণা দিয়েছে। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ-সংক্রান্ত ঘোষণা দেন।
বিস্তারিত পড়ুন...

শেষবিদায় হোক শান্তির বিদায়

এই বাক্য গত ৫২ বছরে কত মানুষ কতবার চিকিৎসকদের কাছ থেকে শুনেছেন, তার হিসাব আমরা রাখিনি। তবে আমাদের চিকিৎসকেরা বাক্যটি যখন উচ্চারণ করেন, তখন বোঝা যায়, তিনি নিশ্চিত হয়েছেন, রোগী আরোগ্য লাভ করতে পারবেন না এবং তাঁর মৃত্যু হবে। এই মৃত্যু সাত দিন পরে হতে পারে, এক মাস পরে হতে পারে, ছয় মাস বা এক বছর পরেও হতে পারে। বিস্তারিত পড়ুন...

‘সিআইডি’ ধারাবাহিকের ‘ফ্রেডি’ চলে গেলেন

দীনেশ ফাডনিশ

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ অভিনেতা দীনেশ ফাডনিশ মারা গেছেন। যকৃতের জটিলতা নিয়ে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। বিস্তারিত পড়ুন...