সিরাজুল আলম খানের মৃত্যু: আড়ালে ছিলেন, নীরবেই চলে গেলেন
মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান আর নেই। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সিরাজুল আলম খানের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।
বিস্তারিত পড়ুন:
৫২ কিশোর গ্যাং: রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ‘বড় ভাইয়েরা’
রাজধানীর বিভিন্ন এলাকায় বখাটে কিশোর-তরুণদের নিয়ে অপরাধী চক্র গড়ে উঠেছে, যারা মাদক কারবার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, নারীর শ্লীলতাহানিসহ নানান অপকর্মে যুক্ত। এসব চক্রের সদস্যদের বড় অংশ কিশোর হলেও নেতাদের বয়স ১৯ থেকে ৩৮ বছর। তাঁদের ‘সিনিয়র’ বা ‘বড় ভাই’ বলে ডাকে চক্রের সদস্যরা। অনুসন্ধানে দেখা গেছে, এসব চক্রের নেতাদের বেশির ভাগই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত অথবা স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় থাকে বলে স্থানীয় সূত্রগুলো থেকে জানা গেছে।
বিস্তারিত পড়ুন:
ভারতের পাল্টায় কাঠমান্ডুর মেয়রের দপ্তরে ‘অখণ্ড নেপাল’-এর মানচিত্র
‘অখণ্ড ভারতের’ মানচিত্র নিয়ে নেপালে বিতর্ক নতুন গতি পেয়েছে। রাজধানী কাঠমান্ডু শহরের মেয়র বলেন্দ্র শাহ গত বৃহস্পতিবার তাঁর দপ্তরে ‘অখণ্ড নেপালের’ একটি মানচিত্র রেখেছেন। নেপালের এই প্রাচীন মানচিত্র দেখিয়েছে, ভারতের সামান্য কিছু অংশ আসলে নেপালের মধ্যে পড়ে। বিষয়টি নিয়ে বিতর্ক এতটাই তীব্র হয়েছে যে দেশের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচন্ড গত বুধবার নেপালের সংসদে এক বিবৃতিতে বলেছেন, বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে তাঁর আগেই কথা হয়েছে। ভারতের তরফে জানানো হয়েছে, এটি একটি সাংস্কৃতিক মানচিত্র, রাজনৈতিক নয়।
বিস্তারিত পড়ুন:
ভারতের বিপক্ষে বল টেম্পারিং করেছে অস্ট্রেলিয়া, অভিযোগ পাকিস্তানের সাবেক ব্যাটসম্যানের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ানরা বল টেম্পারিং করেছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। ৫২ বছর বয়সী এই ক্রিকেটারের মতে, ডিউক বলে কমপক্ষে ৪০ ওভার খেলা না হলে রিভার্স সুইং করানো যায় না। কিন্তু অস্ট্রেলিয়ার পেসাররা সেটি ১৫ ওভারের পরই করাতে পেরেছেন। যে কারণে ভারতীয় ব্যাটসম্যানদের ভোগাতে পেরেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিনরা। প্রথম ইনিংসে আউট হয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারারা।
বিস্তারিত পড়ুন: