শুভ সন্ধ্যা। আজ শনিবার প্রথম আলো অনলাইনে সবচেয়ে আলোচনায় ছিল পদ্মার পাড়ে পড়ে থাকা গাড়ি থেকে দুর্গন্ধ, বের হলো বস্তাবন্দী লাশ–সংক্রান্ত খবর। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শেষে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।
দুই দিন ধরে একটি বিলাসবহুল গাড়ি পড়ে ছিল। আজ সকালে সেই গাড়ির ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে ভেতর থেকে বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার করে। আজ শনিবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নের সাদিপুর খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিস্তারিত পড়ুন:
বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। সে সময়ও ইসি বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছিল। তারা যায়নি।
নির্বাচনের আগে দলীয় সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপি যে আন্দোলন করছে, সেই দাবির যৌক্তিকতা অস্বীকার করছি না। কিন্তু তারপরও আমরা মনে করি, ইসির আলোচনার প্রস্তাব তাদের গ্রহণ করা উচিত। আলোচনা মানে একমত হওয়া নয়, দ্বিমত করার জন্যও আলোচনা হতে পারে।
বিস্তারিত পড়ুন:
সমাবর্তন স্মরণিকা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে। শতাধিক ভুলের এ স্মরণিকা বিতরণ বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে সমাবর্তনের অব্যবস্থাপনাও চিকিৎসকেরা ভুলতে পারছেন না।
১৩ মার্চ রাজধানীর শাহবাগ এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের উল্টো দিকের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠান ছিল অব্যবস্থাপনায় ভরা। ১০ জনের বেশি জ্যেষ্ঠ অধ্যাপক ও চিকিৎসক প্রথম আলোকে বলেছেন, চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানের বিশৃঙ্খলা ও ভুলে ভরা স্মরণিকায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিস্তারিত পড়ুন:
সিলেটে ২-০ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। চট্টগ্রামে আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে নতুন শুরুর আশাই করছে দলটি। ওয়ানডেতে প্রায় দুমড়েমুচড়ে যাওয়ার পরও আইরিশ অলরাউন্ডার রস এডেয়ার বলছেন, তাঁরা বাংলাদেশকে মোটেও ভয় পান না।
বিস্তারিত পড়ুন:
মৌসুমীর অভিনয়জীবন এবং ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার ত্রিশ বছর
এমনটা হবে, ভাবেননি। কাজেই শুধু মনোযোগ ছিল। সেই কাজের ভেলায় চড়ে ভাসতে ভাসতে পেরিয়ে এলেন তিন দশক। কখন যে এতটা সময় পার হয়ে গেছে, ভাবতেই বিস্ময় জাগে তাঁর। তবে ছোটবেলা থেকে অভিনয় নিয়ে স্বপ্ন দেখা মৌসুমী অভিনয়ে এতটা পথ পাড়ি দিয়েছেন, তাতেই তৃপ্ত। মৌসুমীকে নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ আজও প্রবল। ১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’। সোহানুর রহমান সোহানের এই ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষেরা মৌসুমীর পাশাপাশি পেয়েছিল আরেকটি নতুন মুখ সালমান শাহ। প্রথম ছবিতেই তাঁরা বাজিমাত করেন।
বিস্তারিত পড়ুন: