সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আজ আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে আহত চিকিৎসক বাবার মৃত্যু। আরও ছিল সাভারে বেশি ভাড়া চাওয়ায় যাত্রীদের পিটুনিতে নয়, বাসচালক ও সহকারীর মৃত্যু হয়েছে অন্য বাসের চাপার নিউজটি। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

‘বাবাকে ছাড়া কীভাবে বাঁচব, ওরা আবারও মারলে কে বাঁচাতে আসবে’

কিশোর গ্যাংয়ের সদস্যদের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে আহত বাবা আজ বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
ছবি: সংগৃহীত

‘কিশোর গ্যাংয়ের হাত থেকে আমাকে বাঁচাতে গিয়ে বাবা মরে গেলেন। বাবাকে ছাড়া আমি বাঁচব কীভাবে। ওরা আবারও মারলে কে আমাকে বাঁচাতে আসবে।’ এই প্রশ্ন চট্টগ্রামের একটি মাদ্রাসার ফাজিল শিক্ষার্থী আলী রেজার। কিশোর গ্যাংয়ের হাত থেকে তাঁকে বাঁচাতে গিয়ে লাইফ সাপোর্টে গিয়েছিলেন চিকিৎসক বাবা। শেষ পর্যন্ত আর বাঁচেননি তিনি। বিস্তারিত পড়ুন...

চালক-সহকারীর মৃত্যু যাত্রীদের পিটুনিতে হয়নি, কীভাবে হলো জানাল পুলিশ

ঢাকার অদূরে সাভারে অতিরিক্ত ভাড়া চাওয়ায় যাত্রীদের মারধরে চালক ও চালকের সহকারীর মৃত্যুর অভিযোগ উঠলেও ভিন্ন তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। আশুলিয়া থানার পুলিশ বলছে, দুজনের মৃত্যু মারধরে হয়নি। বাস থেকে নেমে যাত্রী ডাকাডাকির সময় দুই বাসের মাঝখানে পড়ে তাঁদের মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়ুন...

ইসরায়েলের হামলার জবাব কীভাবে দেবে ইরান

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ১ এপ্রিল হামলা চালায় ইসরায়েল
ফাইল ছবি: রয়টার্স

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ১ এপ্রিল হামলা চালিয়ে দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এখন প্রশ্ন উঠেছে, কনস্যুলেটে হামলা ও আইআরসিজি নেতাদের হত্যার জবাব কীভাবে দেবে ইরান। বিস্তারিত পড়ুন...

টেস্ট অভিষেকেই শীর্ষ ১০০-তে হাসান মাহমুদ

চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে হাসান মাহমুদের (বাঁয়ে)
শামসুল হক

চট্টগ্রাম টেস্ট শেষ হয়েছে গত বুধবার। সেই টেস্টের পারফরম্যান্স দিয়েই আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, আশিতা ফার্নান্ডো এবং বাংলাদেশের খালেদ আহমেদ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদরা। বিস্তারিত পড়ুন...

কোন দেশে কত অতিধনীর বসবাস

বিশ্বের অতিধনী মানুষের সংখ্যা প্রতিবছরই বাড়ছে। ২০২৩ সালের সম্পদের নিরিখে বিশ্বে অতিধনী মানুষের সংখ্যা এখন ছয় লাখের বেশি। অর্থাৎ ছয় লাখের বেশি মানুষের ৩০ মিলিয়ন বা তিন কোটি ডলারের বেশি সম্পদ আছে। সে বছর অতিধনী মানুষের সংখ্যা বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন