কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা

ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থেকেই এই দোয়া চাওয়া হয়। মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সভা শেষ সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ওবায়দুল কাদেরের জন্য সবাই যাতে দোয়া করেন, সে জন্য মন্ত্রিসভা অনুরোধ জানিয়েছে।

শফিউল আলম বলেন, ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। তাঁর অবস্থার একটু উন্নতি হয়েছে। তাঁকে পর্যবেক্ষণের জন্য ভারতের নামকরা হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠিকে বাংলাদেশে আনা হয়েছে। এখন দেবী শেঠি যে মতামত দেবেন, তার ভিত্তিতে ওবায়দুল কাদেরের চিকিৎসা দেশে বা বিদেশে করা হবে।

মন্ত্রিসভা রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে ৭১ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে। এ ছাড়া আলোর ফেরিওয়ালা পলান সরকারের মৃত্যুতে শোক জানিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার আজকের বৈঠকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান আইন ২০১৯-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: