সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার। আজ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই উৎসব–আনন্দের মধ্যে সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আজ আলোচিত সংবাদগুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে একটি মর্মান্তিক সংবাদ—রাজধানীর সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। পাশাপাশি আলোচনায় ছিল হামাস নেতা হানিয়ের বক্তব্যের একটি খবরও। এ ছাড়া রাজনীতি, বাণিজ্য, ক্রীড়া ও মতামতের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সদরঘাটে নিহত পাঁচজনের মধ্যে এক পরিবারের তিনজন

সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্বজনেরা আহাজারি করছেন। আজ বৃহস্পিতবার বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গের সামনে
ছবি: তানভীর আহাম্মেদ

ঢাকার সদরঘাটে বাঁধা একটি লঞ্চের রশি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে এক দম্পতি এবং তাঁদের চার বছরের একমাত্র সন্তান রয়েছে। ঈদের দিন আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। বিস্তারিত...

ছেলেদের হত্যা যুদ্ধবিরতিতে প্রভাব ফেলবে না, বললেন হামাস নেতা হানিয়ে

হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে
ফাইল ছবি: রয়টার্স

হামাসের প্রধান ইসমাইল হানিয়ে বলেছেন, ইসরায়েলের বিমান হামলায় তাঁর তিন ছেলে নিহত হওয়ার ঘটনা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রভাব ফেলবে না। আজ বৃহস্পতিবার, ঈদের পরদিনও গাজায় বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্তারিত...

সীমান্তের ‘সীমানাহীন’ দুই গ্রামে ঈদ কাটে যেভাবে

কাঁটাতারের বেড়া নেই, কেবল পিলার দিয়ে বাংলাদেশ ও ভারতের দুটি গ্রামের সীমানা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তোলা
ছবি: প্রথম আলো

ইছামতী নদীর পাড়ে দুটি গ্রাম—সীমান্তের এই দুই গ্রামে ঈদের আমেজ কিছুটা আলাদা। ঈদের দিন দুই গ্রামের মানুষ একসঙ্গে নামাজ পড়েন। পরস্পরের বাড়িতে যান। তাঁরা নদীর ধার দিয়ে ঘুরে বেড়ান, ছবি তোলেন। বিস্তারিত...

কান উৎসবে মনোনয়ন পেলেন কারা, বাংলাদেশের নাম আছে কি?

এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পরে
ছবি: কোলাজ

সারা বিশ্বের সিনেমাপ্রেমী, সাংবাদিক, সমালোচকেরা অপেক্ষায় থাকেন এই মনোনয়ন ঘোষণার জন্য। বহু প্রতীক্ষিত সেই কান চলচ্চিত্র উৎসবের মনোনয়নের তালিকা ঘোষণা করা হয়েছে আজ। স্পেশাল স্ক্রিনিং বা বিশেষ প্রদর্শনী শাখা দিয়ে শুরু হয় কান চলচ্চিত্র উৎসবের মনোনয়ন পাওয়া সিনেমার নামের তালিকা। এই বিভাগে শুরুতেই ঘোষণা করা হয় ইয়োলন্ডি জোবারম্যান পরিচালিত তথ্যচিত্র ‘দ্য বিউটি অব গাজা’র নাম। বিস্তারিত...

ভারতে মুসলমানরা এবার কাকে ভোট দেবেন

জনসংখ্যার হিসাব অনুযায়ী ভারতে মুসলমান ভোটার প্রায় ১৪ শতাংশ। প্রশ্ন হলো, এই ভোট কোন দল পাবে?
ছবি : রয়টার্স

বাংলাদেশে যখন ঈদ ও নতুন বছরের ছুটি শেষে সবাই কাজে ফিরতে শুরু করবেন, তখন ভারতে জাতীয় ভোটযুদ্ধ শুরু হয়ে যাবে। আসন্ন এই নির্বাচনে ভোটারসংখ্যা প্রায় ৯৭ কোটি। এর মধ্যে জনসংখ্যার হিসাব অনুযায়ী মুসলমান ভোটার প্রায় ১৪ শতাংশ। অর্থাৎ ১৩ থেকে ১৪ কোটি ভোট আছে মুসলমানদের। প্রশ্ন হলো, এই ভোট কোন দল পাবে? বিস্তারিত...

বাংলাদেশ থেকে আরও পড়ুন