সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। আজ ছিল গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। সারা দিন এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল বুধবার এক বিবৃতিতে নতুন ভিসা নীতি ঘোষণা করেন। এ নিয়েও আজ একাধিক প্রতিবেদন আছে আর সেগুলোতে পাঠকের সাড়াও পাওয়া গেছে যথেষ্ট। এসবের বাইরে অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদন–সংক্রান্ত একাধিক প্রতিবেদন আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বৈঠক

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
ফাইল ছবি

সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্র ভিসা দেবে না, এমন নীতি ঘোষণার পর আজ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। বিস্তারিত পড়ুন...

গাজীপুরে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো

গিরিজা কিশোর (জি. কে) আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের অপেক্ষা। বেলা পৌনে দুইটার দিকে তোলা ছবি
ছবি : তানভীর আহাম্মেদ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রথম আলোর প্রতিনিধিরা আজ বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত ৩৫টি কেন্দ্র ঘুরে দেখেছেন। বেশির ভাগ কেন্দ্রেই ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বিস্তারিত পড়ুন...

বাখমুতে হেরে যাওয়ায় ইউক্রেনে কি রাজনৈতিক গোলমাল শুরু হচ্ছে

ভাগনার গ্রুপ বাখমুতে যে কৌশল প্রয়োগ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন একই কৌশল প্রয়োগ করে সফল হয়েছিল। মারিউপোলের মতো বাখমুতের ক্ষেত্রে দেখা গেল, শহর দুটিকে দখলে নেওয়ার পরিবর্তে শহর দুটিকে পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে রুশ বাহিনী ও ভাগনার গ্রুপ। বিস্তারিত পড়ুন...

সিটির জয়রথ থামিয়ে ব্রাইটন ইউরোপার আকাশে

ম্যাচ শেষে সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে ব্রাইটনের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
ছবি: এএফপি

ড্রয়ের মধ্য দিয়ে ইউরোপা লিগের আগামী মৌসুমে খেলা নিশ্চিত করল ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে ষষ্ঠ স্থানে থাকা ব্রাইটন। সব মিলিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডারের মনটা খুশিই থাকার কথা। কিন্তু উদ্‌যাপনটা সেভাবে প্রকাশ পেল না। বিস্তারিত পড়ুন...

কোন তিন নায়িকার অভিনয় দেখে মিথিলার হিংসা হয়

প্রায় দুই দশক আগে মডেল হিসেবে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। সেই থেকে শুরু। অভিনয় ও বিজ্ঞাপনে সমানতালে কাজ করতে থাকেন। সেগুলোই তাঁকে জনপ্রিয় করে তোলে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন