সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় জগন্নাথে ছাত্রলীগের ৬ জনকে অব্যাহতি
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভাগ পর্যায়ের এক সভাপতিসহ ছয় নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতা-কর্মীরা হলেন হিসাববিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. ইশা, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগ সহসভাপতি জারিফ তাজওয়ার, চারুকলা বিভাগের মাসুম বিল্লা ও শফিকুল ইসলাম, বাংলা বিভাগের আফিয়া আক্তার ও দর্শন বিভাগের হাসান ইসলাম।
সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় অভিযোগে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক নেতা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক জরুরি সভায় ওই নেতা-কর্মীদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসাইন প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সংগঠনের শৃঙ্খলা ও নীতি-আদর্শপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৪ আগস্ট রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী (৮৪) মারা যান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী বলেন, ‘চিহ্নিত রাজাকার, জামায়াত-শিবির, দেশদ্রোহীদের পক্ষে কেউ পোস্ট দেবে—এটা তো বড় ধরনের অপরাধ এবং সংগঠনের জন্য শৃঙ্খলাপরিপন্থী।’