ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, আয়েশা লাইফ সাপোর্টে ছিলেন। আয়েশার চাচাতো ভাই শাহজালাল বাবুল বলেন, আয়েশা তিন মাস ধরে ফিনিক্স ইন্স্যুরেন্সের কর্মী ছিলেন। শিরিন ম্যানশনে তাঁর কার্যালয় ছিল। সেখানে বিস্ফোরণের ঘটনায় তিনি দগ্ধ হন।

আয়েশার গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি পরিবারের সঙ্গে জিগাতলা এলাকায় থাকতেন।
৫ মার্চ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় তিনতলা ভবন শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে তিনজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন্য।

পুলিশ বলছে, ভবনটির তিনতলায় তিতাস গ্যাস-সংযোগের পাইপ পাওয়া গেছে। সেই সংযোগের লিকেজ থেকে গ্যাস জমে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

সায়েন্স ল্যাবরেটরির ঘটনার দুই দিন পর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকার একটি সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ২৪ জনের।