বিএনপি নেতা রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেছে পুলিশ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ফাইল ছবি

রাজধানীর বাড্ডা থানার এক মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) রকিবুর রহমান এ তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
রুহুল কুদ্দুস তালুকদার দুলু
ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রুহুল কুদ্দুসকে তাঁর গুলশানের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। গতকাল রাতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছিল।

তবে গতকাল রাতে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি। কিন্তু নাম প্রকাশ না করার শর্তে ডিবির একজন কর্মকর্তা গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রথম আলোকে বলেছিলেন, রুহুল কুদ্দুসকে আটক করা হয়েছে। আটক করে তাঁকে মিন্টো রোডের ডিবির কার্যালয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

আজ রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার দেখাল পুলিশ। আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পুলিশের ওপর হামলার অভিযোগে রুহুল কুদ্দুসসহ ১২ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় আজ একটি মামলা করেছে পুলিশ। এ মামলায় রুহুল কুদ্দুসকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তার অন্য ১১ জনকে পাঁচ দিন করে রিমান্ডে নিতে পুলিশ আদালতে আবেদন করেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, নাশকতার উদ্দেশে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড্ডার বৈঠকখালী এলাকায় বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। উপস্থিতি টের পেয়ে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ করে হামলা করেন। বিএনপির নেতা রুহুল কুদ্দুসের আহ্বানে দলের নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন।