ভাষানটেকে বাসায় আগুনের ঘটনায় স্ত্রীর পর মারা গেলেন স্বামী

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটফাইল ছবি

রাজধানীর ভাষানটেক এলাকায় আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মো. লিটন চৌধুরী (৫২)। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে একই ইনস্টিটিউটে মারা যান লিটনের স্ত্রী সূর্য বানু (৪০)। আগের দিন রোববার মারা যান সূর্য বানুর মা মহিরুননেছা (৭০)।

আরও পড়ুন

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, আজ সকালে মারা যাওয়া লিটনের শরীরের ৬৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত শুক্রবার ভোর চারটার দিকে ভাষানটেকের একটি বাসায় মশার কয়েল জ্বালাতে গেলে ঘরে আগুন ধরে যায়।

ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লাইনের ছিদ্র থেকে গ্যাস বের হয়ে ঘরের মধ্যে জমে ছিল। সেই গ্যাসে আগুন লাগে। মশার কয়েল জ্বালাতে গেলে সেই গ্যাসে আগুন লাগে।

আরও পড়ুন

আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। তাঁরা হলেন আসবাবপত্র ব্যবসায়ী লিটন, তাঁর স্ত্রী সূর্য বানু, দুই মেয়ে লিজা (১৮) ও লামিয়া (৭), ছেলে সুজন (৮) ও লিটনের শাশুড়ি মহিরুননেছা।

ঘটনার পর ছয়জনকেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এখন সেখানে তিনজন চিকিৎসাধীন।

আরও পড়ুন
আরও পড়ুন