জন্মনিবন্ধন সনদ জালিয়াতির মামলায় গ্রেপ্তার দোকানি দুদিনের রিমান্ডে

জন্মনিবন্ধন সনদ জালিয়াতির মামলায় গ্রেপ্তার নাজমুল হক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির মামলায় গ্রেপ্তার দোকানি নাজমুল হক ওরফে আরিফকে জিজ্ঞাসাবাদ করতে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে এ আদেশ দেন।

২২ জানুয়ারি গাজীপুরের কাপাসিয়া থেকে নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রাম। গাজীপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের সামনে তাঁর কম্পিউটারের দোকান রয়েছে; যেখানে জন্মনিবন্ধনের আবেদনের কাজ করা হয়।

পুলিশ বলেছে, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্মনিবন্ধন আইডি প্রথম বেহাত হয়। ওই দিন দেশের জন্ম ও মৃত্যুনিবন্ধনের অফিশিয়াল সার্ভারের আপগ্রেডেশনের কাজ চলছিল। এ সময় দুর্বৃত্তরা উত্তর পতেঙ্গা, চকবাজার ও দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কার্যালয়ের নাম ব্যবহার করে ১৮টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করে। এগুলোর মধ্যে ১২টি ছিল রোহিঙ্গাদের নামে। ওই ঘটনায় পতেঙ্গা ও চকবাজার থানায় তিনটি মামলা করেন সংশ্লিষ্ট জন্মনিবন্ধন সহকারীরা।

আরও পড়ুন

তিনটি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, চট্টগ্রামের উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার সরকার। তিনি প্রথম আলোকে বলেন, তিন মামলায় নাজমুলকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন করা হয়। রোববার শুনানি শেষে আদালত পতেঙ্গা থানার দুটি মামলায় এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

স্বপন কুমার সরকার আরও বলেন, চকবাজার থানার মামলায় শুনানি হবে আগামী মঙ্গলবার। এরপর নাজমুলকে জিজ্ঞাসাবাদ করতে আনা হবে। এর আগে এ মামলায় গ্রেপ্তার আরেক দোকানির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন