আজ মঙ্গলবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আজকের আলোচিত খবর ছিল ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল সংক্রান্ত সংবাদ। পাশাপাশি এবার ২৫ কোটি টাকা করে পাচ্ছেন সংসদ সদস্যরা খবরেও পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
রাজস্থান রাজ্যের সব আসনের ফল জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের ওয়েবসাইটে জানানো হয়, মোট ২৫ আসনের মধ্যে বিজেপি ১৪ আসনে জয় পেয়েছে। কংগ্রেস জিতেছে ৮টি আসনে। এ ছাড়া সিপিআই-এম, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ও ভারত আদিবাসী পার্টি একটি করে আসন পেয়েছে। বিস্তারিত পড়ুন...
নিজ নিজ সংসদীয় এলাকার অবকাঠামো উন্নয়নে ২৫ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা। পাঁচ বছরে পাঁচ কোটি টাকা করে পাবেন তাঁরা। সংসদ সদস্যরা পছন্দ অনুযায়ী রাস্তাঘাট, সেতু, কালভার্ট, হাটবাজার ও ঘাট নির্মাণে এ টাকা খরচ করতে পারবেন। বিস্তারিত পড়ুন...
ভারতের লোকসভা নির্বাচনের শেষ বেলা তিনটা পর্যন্ত ফলাফলের যে চিত্র, তাতে দুটি কথা সম্ভবত বলা যায়। এক, এবারও নির্বাচনে জিততে চলেছে বিজেপি এবং দুই, গত দুবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা তারা সম্ভবত পাবে না। বিস্তারিত পড়ুন...
দীর্ঘ লড়াই শেষ। আর ফিরল না জ্ঞান। মাত্র ৩৯ বছরে শেষ হলো অভিনেত্রী সীমানার কর্মময় পথচলা। হাসপাতালে ১৪ দিনের লড়াইয়ের পর চলে গেলেন অভিনেত্রী ও মডেল রিশতা লাবণী সীমানা। আজ মঙ্গলবার সকাল ৬টায় শেষনিশ্বাস ত্যাগ করেন সীমানা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিস্তারিত পড়ুন...
প্রথমবার চেষ্টার ৭ বছর পর কিলিয়ান এমবাপ্পেকে দলে টানতে পারল রিয়াল মাদ্রিদ। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দেবেন এমবাপ্পে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, রিয়ালে বছরে দেড় কোটি থেকে ২ কোটি ইউরোর মধ্যে বেতন পাবেন এই ফরাসি তারকা।। বিস্তারিত পড়ুন...