বদরগঞ্জে এক কেন্দ্রে ট্রাক প্রতীকের ৭ এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনছবি: প্রথম আলো

রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বকশীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সাতজন এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের নৌকা প্রতীকের কার্যালয়ে এক ঘণ্টা আটকে রেখে হেনস্তা করার অভিযোগও পাওয়া গেছে।

খবর পেয়ে আজ রোববার বেলা একটার দিকে ঘটনাস্থলে যান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার (বিটু)। এ সময় প্রিসাইডিং কর্মকর্তা শামীম রাসেলের উপস্থিতিতে এসব অভিযোগ করেন ট্রাক প্রতীকের এজেন্ট আবেদ আলী।

আবেদ আলী অভিযোগ করেন, ‘আজ সকালে আমরা সাতজন ট্রাক মার্কার এজেন্ট হিসেবে কেন্দ্রে ঢুকতে গেলে গেট থেকে তুলে নিয়ে যান নৌকার সমর্থক কুদরত, সাইদুর ও শ্যামল। এ সময় তাঁরা আমার এজেন্টের কাগজপত্র ও পকেটে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন।’

ট্রাক প্রতীকের প্রার্থী বিশ্বনাথ সরকারের কর্মী আকরাম হোসেন অভিযোগ করেন, ‘বিষ্ণুপুর ইউনিয়নে বর্তমান সংসদ সদস্য নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের বাড়ি। এ কারণে তাঁর কর্মী-সমর্থকেরা এই ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে প্রভাব খাটাচ্ছেন এবং জাল ভোট দেওয়ার চেষ্টা করছেন। বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর ও সায়েদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ট্রাক মার্কার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ

গণনার আগেই ‘রেজাল্ট শিটে’ সই নিলেন প্রিসাইডিং কর্মকর্তা

নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন

সরকার যত ভাগ চাইবে, ইসি তত ভাগ ভোট দেখাবে: লেবার পার্টি

স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বলেন, ‘বিষ্ণুপুর ইউনিয়ন বাদে অন্যান্য ইউনিয়নের কেন্দ্রগুলোতে ভোট সুষ্ঠু হচ্ছে। কিন্তু এমপির এলাকায় কেন্দ্রগুলো থেকে আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। আমি বিষয়টি দলের ঊর্ধ্বতনদের জানিয়েছি।’

বকশীগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শামীম রাসেল বলেন, ট্রাক প্রতীকের এজেন্ট কেন্দ্রে প্রবেশ করেননি। বাইরে কী হয়েছে তিনি জানেন না।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজির হোসেন বলেন, ওই ইউনিয়নে ট্রাকের এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তিনি পাননি।