শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করা ছাত্রলীগ নেতাকে হল থেকে বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের কক্ষ থেকে দুই আবাসিক শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করে গভীর রাতে বের করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে তাঁর হল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।

আরও পড়ুন

আজ বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় শাহপরান হলের আবাসিক ছাত্র আজিজুল ইসলাম ওরফে সীমান্তকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য হলেও তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এর আগে গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের কক্ষ থেকে দুই আবাসিক শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করে বের করে দেন ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম ও তাঁর অনুসারীরা।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা পরদিন দুপুরে হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগে পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা তখন জানিয়েছিলেন।

আরও পড়ুন