কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গালিগালাজের অভিযোগে জাসদ নেতাকে নোটিশ

কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন
ছবি: সংগৃহীত

অকথ্য ভাষায় গালিগালাজ করে বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপনকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তিনি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৪–দলীয় জোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনুর নির্বাচনী এজেন্ট।

আরও পড়ুন

আবদুল আলীম ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনুকে উদ্দেশ করে গালিগালাজ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযোগ পেয়েছেন। আক্তারুজ্জামান মিঠু এই অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. রেজওয়ানুজ্জামান আজ সোমবার বিকেলে এই নোটিশ দিয়েছেন।

আরও পড়ুন

কুষ্টিয়া আদালতের পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় আব্দুল আলীম স্বপনকে তাঁর লিখিত বক্তব্যসহ নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে জানতে চাইলে আব্দুল আলীম স্বপন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো নোটিশ পাইনি। নোটিশ হাতে পেলে তার লিখিত জবাব দেব।’

আরও পড়ুন