না থেকেও প্রচারণায় ‘আছেন’ তাঁরা

সিলেটে বিএনপির গণসমাবেশ উপলক্ষে টানানো বিলবোর্ডে এম সাইফুর রহমান ও ইলিয়াস আলীর ছবি
ছবি: প্রথম আলো

সিলেট নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ উপলক্ষে চৌহাট্টাসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ডিজিটাল ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে। এসব প্রচারণায় শোভা পাচ্ছে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এবং ‘নিখোঁজ’ বিএনপির নেতা ইলিয়াস আলীর ছবিও।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়াসহ গুরুত্বপূর্ণ নেতাদের ছবির পাশাপাশি সিলেটের এই দুই নেতার ছবি দেখে দলের অনেকে বলছেন, এম সাইফুর রহমান ও ইলিয়াস আলী সশরীর না থেকেও সিলেট বিএনপির রাজনীতিতে এখনো রয়েছেন। তাঁদের অবদানের কথা নেতা-কর্মীরা এখনো স্মরণে রেখেছেন।

আরও পড়ুন

সোমবার বিকেলে নগরের চৌহাট্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে দেখা যায়, জেলা ও মহাগর বিএনপির অনেক নেতা বিলবোর্ড, পোস্টারে তাঁদের ছবির ওপরে এম সাইফুর রহমান ও ইলিয়াস আলীর ছবি দিয়ে সমাবেশ সফলের প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রতিটি বিলবোর্ড ও পোস্টারে জিয়াউর রহমান, খালেদা জিয়ার পাশাপাশি সাইফুর রহমান ও এম ইলিয়াস আলীর ছবিও আছে। সিটি করপোরেশনের কাউন্সিলর দিনার খান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদের ব্যানার-পোস্টারেও এই দুই নেতার ছবি দেখা গেছে।

বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার মিছিলে ইলিয়াস আলীর ছবি দেখা যায়
ছবি: প্রথম আলো

বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে সোমবার সিলেট নগরে প্রচার মিছিল বের করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এই মিছিলের ব্যানারেও ছিল ইলিয়াস আলীর ছবি। পাশাপাশি অনেক নেতা-কর্মীর হাতে ছিল ইলিয়াস আলীর ছবি-সংবলিত ফেস্টুন।

বিএনপির একাধিক নেতা বলেন, একসময় এম সাইফুর রহমান ছিলেন সিলেট বিএনপির একক নেতা। এরপর ইলিয়াস আলীর উত্থান হলে দুই ধারায় সক্রিয় ছিল সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। সিলেটে সাইফুর রহমানের আস্থাভাজন ছিলেন আরিফুল হক। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সাইফুর রহমানের মৃত্যু ও ২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর দল আর ঐক্যবদ্ধ হয়নি। তবে এবার গণসমাবেশ সামনে রেখে বিভক্ত স্থানীয় বিএনপির অনেক নেতাই সাইফুর ও ইলিয়াসের ছবি ব্যবহারের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন।

আরও পড়ুন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, সাইফুর রহমান ও ইলিয়াস আলী সিলেট বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। অনেক নেতা-কর্মী সৃষ্টি করেছেন। সিলেটের উন্নয়নে যে রকম তাঁদের অবদান রয়েছে, বিএনপির রাজনীতিতেও সমান অবদান রয়েছে। বর্তমান সময়ে তাঁদের অবদান স্মরণ করতেই বিলবোর্ডে তাঁদের ছবি রেখেছেন।

আরও পড়ুন