পদ্মায় ধরা পড়ল ২৬ কেজির মহাবিপন্ন বাগাড়

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদী থেকে আজ বুধবার সকালে প্রায় ২৬ কেজি ওজনের এই বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির পর ফেরি ঘাটে রাখা হয়
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহিরচর দৌলতদিয়ায় জেলেদের জালে ২৬ কেজি ওজনের মহাবিপন্ন প্রাণী বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি আজ বুধবার সকালে নিলামের মাধ্যমে দৌলতদিয়া ফেরিঘাটে বিক্রি হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা বাগাড়টি ২৯ হাজার টাকায় কিনে নেন। দুপুর পর্যন্ত মাছটি ফেরিঘাটে তাঁর আড়তঘরে রাখা ছিল।

তবে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী বাগাড় মাছ মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, এই মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। তবে মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বাগাড় শিকার নিষিদ্ধের ব্যাপারে তাঁদের জানা নেই।  

মুঠোফোনে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, বাগাড় মাছ নিষিদ্ধ কোনো প্রাণী না। জেলেরা বাগাড় মাছ শিকার করবে, খাবে এটাই তো স্বাভাবিক। নিষিদ্ধের ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য নেই।

রাজবাড়ী জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (রেঞ্জার) হুমায়ুন কবির মুঠোফোনে বলেন, বন সংরক্ষণ অধিদপ্তরের প্রকৃতি নিয়ে কাজ করে যে বিভাগ, তাদের প্রধান কার্যালয় খুলনায় অবস্থিত। যে কারণে তাঁরা মাঝেমধ্যে বাগাড় ধরার খবর পেলেও সেখান থেকে কিছুই করতে পারেন না।

বুধবার সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট মাছ কেনাবেচার স্থান ঘুরে দেখা যায়, জেলেরা নদীতে শিকার শেষে মাছ বিক্রির জন্য ঘাটে এসে জড়ো হচ্ছেন। কোনো কোনো জেলে জাল ও নৌকা নিয়ে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে রুই, রিঠা, পাঙাশ, বাগাড় ও ইলিশজাতীয় মাছ বেশি ধরা পড়ছে।

আরও পড়ুন

জেলে ও স্থানীয় মৎস্যজীবীরা বলেন, নদীতে পানি কমার সঙ্গে নানা ধরনের মাছ ধরা পড়ছে। স্থানীয় লোকজনের পাশাপাশি অন্য অঞ্চলের জেলেরাও আসছেন মাছ ধরতে। বুধবার সকালে পাবনা অঞ্চলের কয়েকজন জেলে বাহিরচর কলার বাগান ছেড়ে ফরিদপুরের সীমান্তবর্তী এলাকায় নদীতে জাল ফেলেন। কিছুক্ষণ পর ঝাঁকি টের পেয়ে দ্রুত জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখেন বড় বাগাড়। বিক্রির জন্য তাঁরা নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাটের কেছমত মোল্লার আড়তে। বাগাড়টি ওজন দিয়ে দেখেন প্রায় ২৬ কেজি। নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যবসায়ী মাসুদ মোল্লা ১ হাজার ১০০ টাকা কেজি দরে বাগাড়টি ২৯ হাজার টাকায় কেনেন।

আরও পড়ুন

মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, তিন-চার দিন ধরে রুই, কাতল, রিঠা, পাঙাশ, ইলিশ, বাগাড় ধরা পড়ছে। তিনি নিজে আজ প্রায় দেড় লাখ টাকার মাছ কিনেছেন। এর মধ্যে ২৬ কেজি ওজনের একটি বাগাড় ২৯ হাজার টাকায় কিনে নেন। এসব মাছ ঢাকাসহ বিভিন্ন পরিচিতদের মুঠোফোনে ভিডিও কলে দেখান। পছন্দ হলে ফোনে দরদাম সেরে মাছ গন্তব্যে পাঠিয়ে দেন। প্রতি কেজি ১০০ টাকা করে লাভ হলেই বাগাড়টি বিক্রি করবেন।