মুশফিকদের শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু বহালের ঘোষণা বিসিবির

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামপ্রথম আলোর ফাইল ছবি

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার এ–সংক্রান্ত এক সভা শেষে বেলা দেড়টার দিকে এ ঘোষণা দেন বিসিবির পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম।

মাহবুবুল আনাম বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ছাড়া এয়ারপোর্ট সমস্যা সমাধান করতে পারলে কাছাকাছি সময়ে এ ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব।

আজ শনিবার বেলা ১১টায় শুরু হওয়া বিসিবির ওই সভায় শহীদ চান্দু স্টেডিয়ামের মূল মালিক জাতীয় ক্রীড়া পরিষদ ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও বগুড়া-৬ (সদর ) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান ওরফে রিপু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

রাগেবুল আহসান বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। বৈঠক থেকে বের হয়ে মুঠোফোনে রাগেবুল আহসান প্রথম আলোকে বলেন, বৈঠকে বিসিবি ও ক্রীড়া পরিষদের বোর্ড পরিচালক, শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু বহালের পাশাপাশি কাছাকাছি সময়ে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন এবং খেলোয়াড়দের অনুশীলনের জন্য নতুন একটি একটি ক্রিকেট গ্রাউন্ড নির্মাণে দ্রুত জায়গা দেখতে বলেছে বিসিবি। বিসিবি নিজস্ব অর্থায়নে এ ক্রিকেট গ্রাউন্ড নির্মাণ করবে।

আরও পড়ুন

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু বহালের জন্য বগুড়ার গণমানুষের জোরালো দাবি ছিল। এ দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভেন্যু পুনর্বহালের অনুরোধ করে আমি বিসিবি এবং জাতীয় ক্রীড়া সংস্থার সঙ্গে কথা বলেছিলাম। পরে লিখিত আবেদনও দেওয়া হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিবি ভেন্যু বহালের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বগুড়াবাসীর পক্ষ থেকে বিসিবির প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যতে বিসিবির সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার আর কোনো ভুল–বোঝাবুঝি হবে না বলে তাদের আশ্বস্ত করা হয়েছে। আমরা চাই, বগুড়া থেকে আরও বেশি বেশি ক্রিকেটার তৈরি হোক। মুশফিকুর রহিমের মতো জাতীয় দলে নামডাক ছড়াক।’

আরও পড়ুন

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে দ্বন্দ্বে স্টেডিয়ামের মূল মালিক জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে স্টেডিয়ামটি হস্তান্তরের সিদ্ধান্ত নেয় বিসিবি। ২ মার্চ এনএসসি সচিবকে পাঠানো বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে স্টেডিয়ামটি হস্তান্তরের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর ওই দিনই শহীদ চান্দু স্টেডিয়ামে কর্মরত বিসিবির ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বগুড়া থেকে প্রত্যাহার করে পরবর্তীকালে রাজশাহী ও রংপুর বিভাগীয় স্টেডিয়ামে বদলি করা হয়। এ ছাড়া স্টেডিয়ামে থাকা রোলার, পিচ কভারসহ মাঠ ও খেলার যাবতীয় সরঞ্জাম এবং ড্রেসিংরুমের আসবাব ঢাকায় নিয়ে যায় বিসিবি। ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালিত হয়।

এ ঘটনার পর বগুড়া জেলা ক্রীড়া সংস্থা সভা করে। ওই সভার কিছু সিদ্ধান্তের রেজল্যুশনসহ ভেন্যু পুনর্বিবেচনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবির কাছে ৭ মার্চ চিঠি পাঠানো হয়।

২০০৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। পরের মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় স্টেডিয়ামটির। কিন্তু ওই বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে চলে যায় স্টেডিয়ামটি। ২০০৬ সালের পর থেকে এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়নি। তবে জাতীয় লিগ, যুব ক্রিকেট লিগ, প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট লিগ এবং করপোরেট লিগের ম্যাচ হয়েছে।