ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর, চাঁপাইনবাবগঞ্জে ডিআইজির ভাইয়ের মনোনয়নপত্র বাতিল

সৈয়দ নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় এটি বাদ করেন রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খাঁন।

সৈয়দ নজরুল ইসলাম পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলামের ভাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার জন্য সম্প্রতি তিনি শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু দলীয় মনোনয়ন পাননি তিনি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে নজরুল ইসলামের মন্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হয়। কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের একটি তালিকা দিতে হয়। ওই ভোটারদের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে ১০ জনের নাম-পরিচয় ও স্বাক্ষর যাচাই করতে গিয়ে একজনকে মৃত পাওয়া যায় বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া প্রার্থীর সমর্থক হিসেবে মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যুক্ত করা হয়। তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম দৈবচয়নের ভিত্তিতে সরেজমিন তদন্ত করে একজন ভোটারকে মৃত পান। অথচ মনোনয়নপত্রে মৃত ব্যক্তির স্বাক্ষর রয়েছে। বিষয়টি আইন পরিপন্থী, তাই সৈয়দ নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

নজরুল ইসলাম ছাড়াও আরেক স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মোট ভোটারের ১ শতাংশ ভোটারের তালিকা ও স্বাক্ষর জমা না দেওয়ায় তাঁর মনোনয়নপত্রও বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খাঁন।

এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শামিল উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী, জাতীয় পার্টির আফজাল হোসেন, বিএনএফ মনোনীত নুরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আবদুল হালিম ও জাকের পার্টির আবদুর রহিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রাব্বানীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নপত্র বাতিলের খবর জানি না। তবে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি।’

আরও পড়ুন