বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে, তবে ধীরগতি

বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন বালিকা বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের অপেক্ষা। আজ সোমবার সকালে
ছবি: প্রথম আলো

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সকাল আটটা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। তবে ভোট গ্রহণ হচ্ছে ধীরগতিতে, বিশেষ করে, নারীদের জন্য স্থাপিত কেন্দ্রগুলোয় ধীরগতি বেশি।

নগরের সাতটি কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষের তুলনায় নারীদের ভোটকেন্দ্রগুলোয় লাইনে অনেক নারী ভোটার দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তাঁদের অনেকে বলছেন, এক ঘণ্টা ধরে অপেক্ষা করেও ভোট দিতে পারেননি।

নগরের ব্যাপ্টিস্ট মিশন স্কুলে নারীদের একটি কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৮টা ৪৯ মিনিটে কেন্দ্রটির ৮ নম্বর বুথে ৩১৪ ভোটের মধ্যে মাত্র ৭টি ভোট পড়েছে। কিন্তু কেন্দ্রটির বুথগুলোর সামনে দীর্ঘ লাইন।

আরও পড়ুন

ইসমত জাহান নামের এক ভোটার বলেন, ‘সকাল আটটায় এসে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করছি। কিন্তু সিরিয়াল পাচ্ছি না। একজন ভোট দিতে গেলে প্রায় ২০ মিনিট সময় নিচ্ছে।’

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অমৃতলাল দে মহাবিদ্যালয়কেন্দ্রে ভোটারদের সারি
ছবি: আশরাফুল আলম

এই বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা তাসলিমা বেগম প্রথম আলোকে বলেন, নারীরা এই সিস্টেমে (ইভিএম) ভোট দিতে বেশ সময় নিচ্ছেন। তাই ধীরগতি।

এই কেন্দ্রের ৭ নম্বর বুথে প্রথম ৫০ মিনিটে ৩১২ ভোটের মধ্যে মাত্র ৬টি ভোট পড়ে। বুথে অপেক্ষমাণ কাজী হুমাইয়া পারভীন নামের এক ভোটার বলেন, ‘এত ধীরগতি যে এখন অসহ্য লাগছে।’

আরও পড়ুন

সকাল ৯টায় ব্যাপ্টিস্ট মিশন বালক বিদ্যালয়ে পুরুষদের কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। এখানে ভোট গ্রহণের গতি কিছুটা বেশি। কেন্দ্রটির ৩ নম্বর বুথে ৩৭০ জন ভোটারের মধ্যে ১ ঘণ্টায় ভোট দিয়েছেন ১৪ জন। বুথটির সহকারী প্রিসাইডিং কর্মকর্তা টুলু রায় বলেন, ইভিএমের কারণে গতি অনেক শ্লথ, বিশেষ করে, বয়স্ক ব্যক্তিরা ভোট দিতে বেশি সময় নেন।

এই কেন্দ্রে ২ নম্বর বুথে সকাল ৯টা ৭ মিনিটে গিয়ে দেখা যায়, ৩৩৬টি ভোটের মধ্যে ২৫টি ভোট পড়েছে। এই বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মমতাজ জাহান বলেন, ‘ধীরে ধীরে গতি বাড়বে বলে আশা করছি।’

নগরের আমতলা এলাকার সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেল। তবে ভোট গ্রহণের গতি নেই। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৭০ জন ভোট দিয়েছেন। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৫৮২।

বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১১৬ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৪২ জন। ৩০টি ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৯৯৫। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন। সিটির মোট ভোটকেন্দ্র ১২৬টি।

আরও পড়ুন