নারায়ণগঞ্জে মহাসড়কের ঢাকামুখী গাড়িতে পুলিশের তল্লাশি

এপিসি নিয়ে নারায়ণগঞ্জের মহাসড়কে অবস্থান নিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়
ছবি: মুজিবুল হক

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ সামনে রেখে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। বিভিন্ন চেকপোস্টে যাত্রীবাহী যানবাহন থামিয়ে পুলিশকে তল্লাশি চালাতে দেখা গেছে। পুলিশি তৎপরতা থাকলেও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় যানবাহনে পুলিশকে তল্লাশি চালাতে দেখা যায়। এ ছাড়া গতকাল বুধবার বিকেলে থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত নাশকতার মামলায় বিএনপির ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে পুলিশের তল্লাশি। বৃহস্পতিবার দুপুরে
ছবি: দিনার মাহমুদ

এদিকে গতকাল দুপুর থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন চেকপোস্টে ঢাকামুখী যাত্রীদের তল্লাশি ও জেরা করা হয়েছে। আর গত মঙ্গলবার বিকেল থেকে গতকাল সকাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশকে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সেখানে যানবাহনে তল্লাশি চালাতে দেখা যায়। গাড়িতে মালামাল চেক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ঢাকাগামী প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।

বাসে তল্লাশি করছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

এ সম্পর্কিত আরও পড়ুন:

যে হাত মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে: শেখ হাসিনা

আবদুল্লাহপুরে যাত্রী নামিয়ে বাসে বাসে পুলিশের তল্লাশি, হয়রানির অভিযোগ

নয়াপল্টন ‘ক্রাইম জোন’ চিহ্নিত, সাংবাদিকদেরও যেতে দিচ্ছে না পুলিশ

‘জামায়াতমুক্ত’ করার রাজনৈতিক প্রকল্প যে পরিণতি পেল

‘ক্ষমতায় টিকে থাকতে সব সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করছে সরকার’

সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা চেকপোস্টে তল্লাশি চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু তাঁরা পাননি।
চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়েছে পুলিশ। বাসটির চালক হেলাল মিয়া বলেন, চট্টগ্রাম থেকে আসার পথে ফেনী, ইলিয়টগঞ্জ ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাকে বাসে তল্লাশি চালিয়েছে এবং বাসযাত্রীদের মালামাল চেক করেছে পুলিশ। তবে কোনো যাত্রীকে বাস থেকে নামানো হয়নি।

বাসের যাত্রী রুহুল আমিন বলেন, পুলিশ মালামাল চেক করার পাশাপাশি তাঁরা কোথায় যাচ্ছেন—এসব জানতে চেয়েছে।

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের তল্লাশি করছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে
ছবি: দিনার মাহমুদ

নিয়মিত কর্মসূচির আওতায় সাতটি চেকপোস্টে তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। তিনি বলেন, দুই জঙ্গি পালিয়ে গেছে, বিজয় দিবসের কর্মসূচিসহ নানা কারণে তাঁরা চেকপোস্টে তল্লাশি চালাচ্ছেন। তিনি আরও বলেন, গতকাল বিকেলে থেকে আজ ভোর পর্যন্ত বিএনপির ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকাগামী প্রাইভেট কারের চালক কবির হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা কুমিল্লা থেকে আসছিলেন। মৌচাকে তাঁরা পুলিশের তল্লাশির শিকার হয়েছেন।

রূপগঞ্জের ভুলতা-গুলিস্থান রুটের মেঘলা পরিবহনের বাসে তল্লাশি চালিয়েছে পুলিশ। বাসচালকের সহকারী হানিফ মিয়া বলেন, পুলিশ বাসে উঠে যাত্রীদের তল্লাশি করেছে। যাত্রীরা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন—নানা প্রশ্ন করছে পুলিশ।