২৪ ঘণ্টার মধ্যে ধসে পড়া ভবন অপসারণের নির্দেশ, অন্যথায় ভেঙে ফেলার সিদ্ধান্ত

গত শনিবার সকালে নিতাইগঞ্জে ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন শত বছরের পুরোনো এই দোতলা ভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শত বছরের পুরোনো দোতলা ভবনটি অপসারণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ভবনমালিককে নোটিশ দেওয়া হবে। এই সময়ের মধ্যে অপসারণ করা না হলে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভবনটি ভেঙে ফেলা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নিতাইগঞ্জে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), তিতাস গ্যাস, ডিপিডিসি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে সংস্থাগুলোর প্রতিনিধিদল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করে। তবে বৈঠকে ভবনমালিক ইলিয়াছ দেওয়ানকে ডাকা হলেও তিনি সেখানে অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বৈঠক শেষে প্রতিনিধিদলের পক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শত বছরের পুরোনো ওই ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিরা ভবনটি পরিদর্শন করেছেন। ওই প্রতিনিধিদলে গণপূর্ত বিভাগ এবং আমাদের (সিটি করপোরেশনের) প্রকৌশলীরা ছিলেন। প্রতিনিধিদল ভবনটি পরিদর্শন করে বলেছে, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মানুষের নিরাপত্তার স্বার্থে এটি দ্রুত অপসারণ করা প্রয়োজন। তাই জরুরি ভিত্তিতে এটি অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। এখানে রাজউকসহ সব সংস্থার প্রতিনিধিরা আছেন। আমরা কথা বলে, যারাই দায়িত্ব নিক, ভবনটি দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।’

তিতাসের গ্যাসের লিকেজের বিষয়ে জানতে চাইলে শহীদুল ইসলাম বলেন, ‘আমরা তিতাসকে বলেছি, তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে এবং তাদের কারিগরি বিভাগ সেটি দেখবে। জনগণের ভোগান্তি লাঘবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

আজ দুপুরে সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিদল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করে
ছবি: দিনার মাহমুদ
আরও পড়ুন

নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শংকর সাহা প্রথম আলোকে বলেন, ভবনমালিকের গাফিলতির কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। এ পর্যন্ত দুটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। গত দিনও এ ঘটনায় ভবনমালিকের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এ ঘটনায় বাদী হয়ে মামলা করবেন বলে জানান শংকর সাহা।

ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে শংকর সাহা বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন ওই ভবন থেকে তাঁদের মালামাল বের করে নিতে পারেন, বৈঠকে সেই দাবি জানিয়েছি।’

আরও পড়ুন

বৈঠকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফকরুউদ্দিন আহমেদ, সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অফিসের ব্যবস্থাপক মোস্তাক মাসুদ, নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেঘনাদ নন্দী, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আবদুল কাদির, ডিপিডিসির উপসহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ, রাজউক জোন-৮–এর সহকারী অথরাইজড অফিসার নিপেন চন্দ্র সিদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার সকালে শহরের পাইকারী ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন একটি শত বছরের পুরোনো দোতলা ভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত হন গদিঘরের মালিক, কর্মচারী, শ্রমিকসহ ৯ জন। পরে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।