কুলাউড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

কুলাউড়া সীমান্ত দিয়ে আজ সকালে ১৪ বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠায় বিএসএফ। তাঁদের মধ্যে শিশু, নারী ও পুরুষ আছেনছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মুরইছড়া বিওপি ক্যাম্পের টহল দল তাঁদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে শিশু, নারী ও পুরুষ আছেন। এ নিয়ে ৪ মে থেকে আজ বৃহস্পতিবার (১৫ মে) পর্যন্ত দেশের পাঁচ জেলার সীমান্ত দিয়ে ৩০২ জনকে ঠেলে দেওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

বিজিবির মুরইছড়া বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে সীমান্তে টহল দেওয়ার সময় তাঁরা ১৪ জনকে ঘোরাফেরা করতে দেখেন। একপর্যায়ে ওই লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা কাজের সন্ধানে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাঁদের আটক করে। আজ ভোরে মুরইছড়া সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা ১৮৪২ নম্বর মূল সীমান্তখুঁটি দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে পরিচয় জানা যায়।

আরও পড়ুন

আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলার পূর্ব ধনীরাম গ্রামের আবদুল জলিল (৪৮), জরিনা খাতুন (৭৫), কাজলি বেগম (৩০), হাবীব (২৩), ইছা মিয়া (২০), জলিলের ছেলে কাজল (১১), আলফিনা (১৮), আফসানা (১৮), শাহিনা বেগম (৭), হালিমা (১), মফিজুল ইসলাম (৪৫), মল্লিকা (৪০), মীম (১৯) ও মীমের ছেলে মমিন (৪ মাস)।

বিজিবির ক্যাম্প কমান্ডার বলেন, আটক ব্যক্তিরা ক্যাম্পে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
আরও পড়ুন