বেনজীর, আজিজ এই সব চোরচোট্টা নিয়া কি দেশ চলব: প্রশ্ন বঙ্গবীর কাদের সিদ্দিকীর

সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে গামছা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে এক পথসভায় বক্তব্য রাখছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ রাত ৮টার দিকে উপজেলার নলুয়া বাজারে
ছবি: প্রথম আলো

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সরকারের উদ্দেশে বলেন, ‘আজকাল মোবাইল খুললেই দেখা যায়, বেনজীর, বেনজীর, বেনজীর। এই বেনজীর কারা? সেনাবাহিনীর প্রধান আজিজ। ওরা তো তোমাদের সাথেই ছিল। এই সব চোরচোট্টা নিয়া কি দেশ চলব? আমার তো এখন আমার বইনেরে (শেখ হাসিনা) নিয়া চিন্তা অয়। তারে কি–না–কি করে, তা আল্লাই জানে। বঙ্গবন্ধুরে খুন করছে, তখন আমার বয়স ২৭-২৮ ছিল। প্রতিবাদ করেছিলাম। আজকে আমার বয়স ৮০ বছর। এখন আমি কী প্রতিবাদ করব।’

আরও পড়ুন

আজ শনিবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী সানোয়ার হোসেনের (গামছা প্রতীক) পক্ষে আয়োজিত এক পথসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন। উপজেলার নলুয়া বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। প্রার্থী সানোয়ার হোসেন কৃষক শ্রমিক জনতা লীগ সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

বঙ্গবীর কাদের সিদ্দিকী তাঁর বক্তব্যে আরও বলেন, ‘আজ দেশটা ধ্বংসের পথে। কাউকে ইয়াবা খাওয়াচ্ছে, কাউকে টাকা দিচ্ছে। ছাত্র এখন ছাত্র নেই, যুবকেরা যুবক নেই, কারও চরিত্র নেই। এ জন্য কি দেশটা স্বাধীন করেছিলাম?’

আরও পড়ুন

কাদের সিদ্দিকী ভোটারদের উদ্দেশে বলেন, ‘এখন আপনাদের কাছে একটা পথ খোলা আছে। সেটা হচ্ছে প্রতিবাদ করতে হবে, না হলে গামছায় ভোট দিতে হবে। আগামী ৫ জুন গামছা প্রতীকে ভোট দিলে সরকার যা খুশি, তা করতে পারবে না।’

উপজেলার যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন গামছা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি সানোয়ার হোসেন (মাস্টার) প্রমুখ।

আরও পড়ুন

চতুর্থ ধাপে ৫ জুন সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন