‘মেসির আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নিয়েই বাড়ি যাবে’
কুষ্টিয়া শহরের এনএস রোডে নির্মাণাধীন জেলা পরিষদ ভবনের সামনে শীতের পোশাক বিক্রি করছিলেন আরেফিন হাসান। গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি। বিশ্বকাপ ফাইনালের কথা তুলতেই চোখ–মুখে হাসির ঝলক খেলে যায় থানাপাড়ার বাসিন্দা আরেফিনের। বলেন, ‘মেসির আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নিয়েই বাড়ি যাবে। ২০১৪ সালের ফাইনাল খেলা দেখে খুবই দুঃখ পেয়েছিলাম। এবার সেই দুঃখ দূর হবে।’
আর মাত্র কয়েক ঘণ্টা পর বিশ্বকাপ ফুটবলের মহারণ। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনালে খেলবে আর্জেন্টিনা ও ফ্রান্স। বাংলাদেশে বেশির ভাগ সমর্থকই আর্জেন্টিনা ও ব্রাজিলের। ব্রাজিল এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। আর প্রিয় দল ফাইনালে ওঠায় আর্জেন্টিনার সমর্থকেরা উচ্ছ্বসিত। কুষ্টিয়ায়ও চলছে এ উন্মাদনা। শহরে বাড়ির ছাদে ছাদে উড়ছে আর্জেন্টিনার পতাকা।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকেরা নিচ্ছেন নানান প্রস্তুতি। সকাল থেকে ‘আর্জেন্টিনা ফ্যান ক্লাব, কুষ্টিয়া’–এর একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। গঠিত হয়েছে নতুন কমিটি। ফাইনাল খেলা ঘিরে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে বসেছে শেষ সভা। বড় পর্দায় খেলা দেখার জন্য চলছে নানা প্রস্তুতি। ব্যানার–ফেস্টুন তৈরি, জার্সি সংগ্রহসহ চলছে ভূরিভোজের আয়োজন।
সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেল, ফাইনাল খেলা উপলক্ষে আয়োজনের কমতি নেই। এক রাতের জন্য ডেকোরেটর ব্যবসায়ীরা বড় পর্দার ভাড়া দিতে আড়াই থেকে তিন হাজার টাকা দাবি করছেন। অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না পর্দা। ব্যানার তৈরির দোকানগুলোতে ব্যস্ততা দেখা গেছে।
বিকেল সাড়ে পাঁচটায় শহরের ব্যস্ততম এলাকা থানা মোড়ে মাইকে বলা হচ্ছিল আগামীকাল (রোববার) বিকেল তিনটায় বের হবে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আনন্দ র্যালি। সেখানে সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
শহরের একটি রেস্তোরাঁয় পরিবারের সদস্যদের সঙ্গে এসেছিল আট বছরের শিশু কুলসুম চৌধুরী। সে বলে, ‘আর্জেন্টিনার খেলা দেখেছি। মেসি পাবে বিশ্বকাপ।’
আর্জেন্টিনার আরেক ভক্ত মীর তনিমা বলেন, ‘ফাইনাল নিয়ে খুবই চিন্তায় আছি। তবে মনে হচ্ছে, কাতার বিশ্বকাপের শিরোপা উঠবে ফুটবল জাদুকর মেসির হাতে।’
এনএস রোডে রিকশা চালাচ্ছিলেন পৌরসভার বারখাদা এলাকার বাসিন্দা বাদশা মিয়া। তাঁর রিকশাটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো। পেছনে পোস্টার ও পতাকা। নিজেও পরেছেন প্রিয় দলের জার্সি। তিনি বলেন, ১৯৮৬ সাল থেকে খেলা দেখছেন। সাদা–কালো টেলিভিশনে ম্যারাডোনার খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন। এখন দেখেন মেসির খেলা। মেসিই কাপ পাবে—এটা নিশ্চিত। এখন কেবল অপেক্ষা।
‘আর্জেন্টিনা ফ্যান ক্লাব, কুষ্টিয়া’র প্রধান উপদেষ্টা এস এম কাদেরী শাকিল প্রথম আলোকে বলেন, ‘ফাইনাল খেলা নিয়ে একটু চিন্তিত। শান্তিপূর্ণভাবে সবাই খেলা উপভোগ করব। তবে শেষ হাসি আমরাই হাসব।’
ব্রাজিলের সমর্থকেরাও মেসিকে পছন্দ করেন উল্লেখ করে ‘ব্রাজিল ফ্যান ক্লাব, কুষ্টিয়া’র আহ্বায়ক সাব্বির মোহাম্মদ কাদেরী প্রথম আলোকে বলেন, লিওনেল মেসি একজন ভালো খেলোয়াড়—এটা মানতেই হবে। তাঁর জন্য অন্তত এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে যাক।