গ্রেপ্তার বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুই কর্মচারীকে আদালতে তোলা হয় আজ। দুপুরে আদালত প্রাঙ্গণে
ছবি : প্রথম আলো

রাজশাহীতে লাইভ চলাকালে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় করা মামলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুই কর্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ ওই দুজনকে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী আসাদুল ইসলাম তাঁদের পক্ষে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

রাজশাহীতে সাংবাদিক মারধরের মামলায় ১৪ দিন পর দুজনকে গ্রেপ্তার

এর আগে ঘটনার ১৪ দিন পর গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে হামলায় জড়িত ব্যক্তিদের মধ্যে বিএমডিএর ভান্ডাররক্ষক মো. জীবন ও গাড়িচালক আবদুস সবুরকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গ্রেপ্তার করে রাজশাহী নগরের রাজপাড়া থানার পুলিশ। আসামিদের সকালে ঢাকা থেকে রাজপাড়া থানায় নিয়ে আসা হয়। পরে তাঁদের আদালতে তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে আসামিদের জামিন আবেদনের বিরোধিতা করেন আদালত পুলিশের উপপরিদর্শক আলিয়া খাতুন।

গতকাল দিবাগত রাত দুইটার দিকে ঢাকার মোহাম্মদপুরে বিএমডিএর একটি গেস্টহাউস থেকে এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত থেকে পরে বেলা দেড়টার দিকে আসামিদের কারাগারে নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে আসামিদের নেওয়ার সময় ও বের হওয়ার সময় তাঁরা মুখ লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন।

আরও পড়ুন

টেলিভিশনে লাইভ চলাকালে দুই সাংবাদিককে মারধর, ক্যামেরা ভাঙচুর

রাজশাহী নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা কাজল কুমার নন্দী বলেন, মামলার পর এই দুই আসামি পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দুইটার দিকে ঢাকার মোহাম্মদপুরে বিএমডিএর একটি গেস্টহাউস থেকে এই দুজনকে গ্রেপ্তার করেন তাঁরা। পরে আজ আদালতে তোলা হয়।

৫ সেপ্টেম্বর সকালে রাজশাহীর বিএমডিএ কার্যালয় থেকে টেলিভিশন লাইভ চলাকালে এটিএন নিউজের রাজশাহী জেলা প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের ওপর হামলা করা হয়। এ ঘটনায় ওই রাতেই বিএমডিএর নির্বাহী পরিচালক মো. আবদুর রশীদসহ ৭ জনের নামোল্লেখ এবং ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে নগরের রাজপাড়া থানায় মামলা করেন বুলবুল হাবিব।

আরও পড়ুন

বিএমডিএ কি ঠ্যাঙারে বাহিনী তৈরি করেছে