আওয়ামী লীগের নেতার কাছে ভাড়ার টাকা দিচ্ছেন বিএনপি কর্মীর মার্কেটের ব্যবসায়ীরা

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই (ঘোষের হাট) বাজারের বিএনপি কর্মীর সেই মার্কেট
ছবি: প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারের বিএনপি কর্মীর মালিকানাধীন মার্কেটের ভাড়া আওয়ামী লীগের নেতার কাছে দেওয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। আজ রোববার সকাল থেকে তাঁরা উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতলেব মাতুব্বরের কাছে ভাড়া জমা দিচ্ছেন। তাঁরা বলছেন, চাপের মুখে আওয়ামী লীগ নেতার কাছে ভাড়া দিতে বাধ্য হচ্ছেন।

আজ রোববার সকালে মতলেব মাতুব্বরের কাছে ভাড়ার টাকা দিয়েছেন আক্কেল আলী মার্কেটের টাইলস ব্যবসায়ী আহাদ নাইয়া ও গার্মেন্টস ব্যবসায়ী বাবুল পালোয়ান। আহাদ নাইয়া বলেন, বিএনপি কর্মী আক্কেল আলীর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। ছয় মাস আগে তিনি আক্কেল আলীর কাছ থেকে দোকান ভাড়া নিয়েছিলেন। এর পর থেকে তাঁকেই ভাড়ার টাকা দিতেন। তিনি আরও বলেন, ‘কিন্তু এখন ঝামেলা শুরু হইছে। আওয়ামী লীগ নেতার কাছে সাদা কাগজে স্বাক্ষর দিছি। ভাড়া না দিলে যদি কোনো সমস্যায় পড়ি, তাই ভাড়া দিছি।’

আরও পড়ুন

আরেক ব্যবসায়ী বাবুল পালোয়ান বলেন, ‘আমি দুই বছর আগে আক্কেল আলীর কাছ থেকে ভাড়া নিয়ে গার্মেন্টস ব্যবসা শুরু করেছি। দুই বছর আক্কেল আলীকে ভাড়া পরিশোধ করেছি। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঝামেলা শুরু হলে আমার দোকান বন্ধ করে দেয়। তখন সাদা কাগজে স্বাক্ষর দিয়ে দোকান খুলছি। দোকান খুলে দেওয়ার সময় আওয়ামী লীগ নেতা মতলেব মাতুব্বরের কাছে ভাড়া দিতে নির্দেশ দিয়েছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান। আওয়ামী লীগ নেতা মতলেব মাতুব্বর ফেব্রুয়ারি মাসের ভাড়া নিতে এলে এত দিন ভাড়া দিইনি। কিন্তু শনিবার আবার দোকান বন্ধের হুমকি দেওয়ায় আজ তাঁকে ভাড়ার টাকা দিয়েছি। মার্কেটের মালিক আক্কেল। তাঁর সঙ্গে আমাদের চুক্তি। অথচ ভাড়া দিলাম আওয়ামী লীগ নেতাকে। পরবর্তীকালে কী হয়, এ নিয়ে চিন্তায় আছি।’

গত ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি পালনের প্রস্তুতি সভায় যাওয়ার ‘অপরাধে’ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই (ঘোষের হাট) বাজারের বিএনপি কর্মীর একটি মার্কেটের ৪০টি ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন আওয়ামী লীগের নেতারা। পাঁচ দিন পর সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তালা খুলে দেওয়া হয়। শর্ত দেওয়া হয়, মার্কেটের ভাড়ার টাকা তুলবেন আওয়ামী লীগের নেতারা। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মো. হারিছুর রহমানের উপস্থিতিতে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও পড়ুন

আক্কেল আলীর মার্কেটের ব্যবসায়ীরা জানান, মো. মতলেব মাতুব্বসহ আওয়ামী লীগ নেতাদের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হয় শুক্রবার সন্ধ্যায়। এ সময়ে ব্যবসায়ীরা ভাড়া না দেওয়ায় শুক্রবার সন্ধ্যার পর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতলেব মাতুব্বর, সাধারণ সম্পাদক মোস্তফা সেরনিয়াবাদ, বাকাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য প্রদীপ কুমার দে এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মহড়া দিয়ে মার্কেটে আসেন। এ সময় তাঁরা ভাড়া পরিশোধের জন্য ব্যবসায়ীদের গালিগালাজ করেন এবং শনিবারের মধ্যে ভাড়া না দিলে ভয়াবহ পরিণতি বরণ করার হুমকি দেন।

মার্কেটের মালিক আক্কেল আলী প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নেতা মতলেবের দেওয়া সময়সীমা শেষ হয় শনিবার রাত আটটায়। তারপর দোকান বন্ধের ভয়ে ব্যবসায়ীরা আজ রোববার সকাল থেকে আওয়ামী লীগ নেতাকে ভাড়া দেওয়া শুরু করেছেন। দেশটা মগের মুল্লুকে পরিণত হয়েছে।

মো. মতলেব মাতুব্বর বলেন, ‘ব্যবসায়ীরা সাদা কাগজে স্বাক্ষর করে আমার কাছে ভাড়া দেওয়ার অঙ্গীকার করেছেন। সেহেতু ভাড়া আমার কাছেই দিতে হবে। বিষয়টি ব্যবসায়ীদের বোঝানোর পর আমার কাছে ভাড়া দিতে তাঁরা স্বেচ্ছায় সম্মত হয়েছেন এবং ভাড়া দেওয়া শুরু করেছেন।’

আরও পড়ুন