ভোট কেন্দ্র থেকে এক লাখ টাকা সহ আটক ১

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে টাকাসহ আটক যুবক এনামুল হকছবি সংগৃহীত

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে একটি ভোটকেন্দ্র থেকে এক লাখ টাকাসহ এনামুল হক (৩০) নামের এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়। তিনি বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার ফজলুল করিমের ছেলে।

আটক এনামুল হককে তাৎক্ষণিকভাবে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েব উদ্দিন খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার বছরের সাজা দেন। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেন। এই তথ্য নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মহেশখালীর ইউএনও মীকি মারমা।

কেন্দ্রে দায়িত্বরত মহেশখালী থানার উপপরিদর্শক (এস আই) অপু দে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে বড়মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নগদ টাকা নিয়ে এনামুল হক অবস্থান করছিলেন। এ সময় সন্দেহ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে এক লাখ টাকাসহ তাঁকে আটক করেন। পরে জ্যেষ্ঠ বিচারক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে সাজা দেন।

জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মহেশখালীর ইউএনও মীকি মারমা বলেন, ভোটকেন্দ্রে নগদ এক লাখ টাকাসহ আটক এনামুল হককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার বছরের সাজাসহ আরও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। আর জব্দকৃত এক লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।