ফরিদপুরের সদরপুরে জাফর উল্যাহ ও নিক্সনের সমর্থকদের সংঘর্ষ, আহত ২

কাজী জাফর উল্যাহ ও মজিবুর রহমান চৌধুরী
ফাইল ছবি

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের নৌকার প্রার্থী কাজী জাফর উল্যা ও ঈগলের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রামে এ সংঘর্ষের ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।

আরও পড়ুন

আহত ওই দুই ব্যক্তি হলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জসিম ফকির (৩৯) এবং ওই এলাকার বাসিন্দা মো. গিয়াস শিকারী (৪৮)। তাঁরা দুজনই ঈগলের কর্মী। এর মধ্যে গুরুতর আহত গিয়াস শিকারীকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের আধিপত্য নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামানের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকিরের বিরোধ চলছিল। দ্বাদশ সংসদ নির্বাচনে আকতারুজ্জামান নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর সমর্থক। অপর দিকে বিল্লাল ফকির স্বতন্ত্র প্রার্থী নিক্সনের সমর্থক। গত মঙ্গলবার রাতে নৌকার একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে আকতারুজ্জামানের সমর্থকদের হামলায় আজ বিকেলে নিক্সনের ওই দুই সমর্থক আহত হন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আকতারুজ্জামান বলেন, ‘আমাদের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার বিষয়ে সদরপুর থানায় অভিযোগ দেওয়া হয়। কিন্তু থানা থেকে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় আজকের এ ঘটনা ঘটে।’

আরও পড়ুন

বিল্লাল ফকির বলেন, আকতারুজ্জামানের লোকদের চাঁদা না দেওয়ায় হামলা করে ঈগলের ওই দুই সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৌখিক অভিযোগে জানা গেছে, নৌকার সমর্থকেরা ঈগলের সমর্থকদের মারধর করেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

আরও পড়ুন