এক ট্রলারে ধরা পড়ল ২০ লাখ টাকার লাক্ষা মাছ

সাগরে পিরোজপুরের জেলেদের জালে ধরা পড়া লাক্ষা মাছ। শুক্রবার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে দুটি জালে ৯২টি লাক্ষা মাছ ধরেছেন একটি ট্রলারের জেলেরা। শুক্রবার পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে ওই মাছ ২০ লাখ টাকায় এক পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। এরপর মাছগুলোকে চট্টগ্রামে পাঠানো হয়।

আরও পড়ুন

পাড়েরহাট মৎস্যবন্দরের আড়তদার আবু আলী বলেন, ৯২টি লাক্ষা মাছ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। তবে মাছগুলোর খুচরা বাজারে দাম আরও বেশি হবে।

স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, সম্প্রতি ইন্দুরকানি উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলার ফকিরের একটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে দুবার জাল ফেলে ৯২টি লাক্ষা মাছ পান। একেকটি লাক্ষা মাছ ৭ থেকে ২০ কেজি ওজনের। মূল্যবান লাক্ষা মাছ পাওয়ার পর জেলেরা সাগর থেকে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে আসেন। খবর পেয়ে এক মাছ ব্যবসায়ী শুক্রবার ২০ লাখ টাকায় মাছগুলো কিনে নেন। পরে তা চট্টগ্রামে পাঠানো হয়।

আরও পড়ুন

ট্রলারের মালিক মো. দুলার ফকির বলেন, ‘বঙ্গোপসাগরে মাছ ধরে ফিরে আসতে সাধারণত জেলেদের দুই সপ্তাহ লাগে। আমার ট্রলারটি মাত্র পাঁচ দিনের ব্যবধানে ২০ লাখ টাকার মাছ নিয়ে ফেরে। পরপর কয়েকবার আমার ট্রলার সাগরে পাঠিয়ে লোকসান হয়েছিল। এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পেরেছি।’

আরও পড়ুন

পাড়েরহাট মৎস্যবন্দর ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার সকালে মাছগুলো পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা ও দাম বেশি।