ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন হলের ৮ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শোকসভা শেষে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রোববার মারামারি হয়। সেই ঘটনার জেরে আট কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
প্রথম আলো ফাইল ছবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের আবাসিক আট কর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার সকাল নয়টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এই আটজন হলেন বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ছাত্রলীগ কর্মী সাব্বির খান, শামীম রেজা, আকিব মাসুদ, পারভেজ হোসেন ও আবদুল কাদের; শেখ রাসেল হলের ছাত্রলীগ কর্মী আশিক কুরাইশী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী শাহদুল্লাহ সিদ্দিকী ও তাসিন আজাদ।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে আবেদন করা হয়েছে।

গত রোববার বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত শোকসভা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের পাশে ছাত্রলীগের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে এক কর্মী আরেক কর্মীকে ছুরিকাঘাত করেন। আহত ছাত্রলীগ কর্মী মুফতাইন আহমেদ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শেখ রাসেল হলে থাকেন।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কয়েক নেতার সঙ্গে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, ওই দিনের ঘটনায় শোকসভায় আসা আমন্ত্রিত অতিথিদের কয়েকজন চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এ জন্য ঘটনায় জড়িত উভয় পক্ষের কর্মীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।