আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

হিরো আলম
ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নির্বাচন কমিশনে করা আপিল শুনানি শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনারেরা উপস্থিত ছিলেন। হিরো আলমের পক্ষে আপিল শুনানিতে অংশ নেন বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান।

আরও পড়ুন

প্রার্থিতা ফিরে পাওয়ার পর হিরো আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনসূচক তালিকা দাখিল করার বিধান আছে। ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমর্থকদের স্বাক্ষরের যে তালিকা তিনি দাখিল করেছিলেন, তা গরমিল আছে জানিয়ে রিটানিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান গত রোববার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। রিটানিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত মঙ্গলবার নির্বাচন কমিশনে আপিল করেন। বৃহস্পতিবার শুনানি শেষে নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করেন।

হিরো আলম বলেন, ‘২৬ জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় নামব। প্রান্তিক থেকে এলিট সব ভোটারের কাছে ভোট চাইব।’

আরও পড়ুন

আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে। এই ভোট হবে ব্যালটে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসন গঠিত।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম। ওই নির্বাচনেও যাচাই–বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানেও ব্যর্থ হয়ে তিনি হাইকোর্টে রিট করেন। উচ্চ আদালতের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান।

আরও পড়ুন