ঘন কুয়াশায় দুই নৌপথে চলাচল ব্যাহত, মাঝনদীতে আটকে ছিল সাত ফেরি

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন ঘটল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে অতিমাত্রায় কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ৩ ঘণ্টা এবং আরিচা-কাজিরহাট নৌপথে প্রায় ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, রাত বাড়ার সঙ্গে ভারী কুয়াশা পড়তে থাকলে গতকাল দিবাগত রাত সাড়ে ৯টার পর থেকে আরিচা-কাজিরহটা নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় কাজিরহাট প্রান্তে ফেরি বেগম সুফিয়া কামাল ও রো রো ফেরি এনায়েতপুরী এবং বাকি তিনটি ফেরি আরিচা ঘাট প্রান্তে যানবাহন লোড নিয়ে নোঙর করে থাকে। প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়। এর আগে গত বুধবার ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত আরও প্রায় আড়াই ঘণ্টা এই রুটে ফেরি বন্ধ ছিল।

অপর দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে আসা ছোট-বড় ৭টি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। আটকা পড়া ফেরিগুলো হলো রো রো (বড়) ফেরি শাহ জালাল, শাহ পরান, শাহ মখদুম, ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতা, হাসনা হেনা, রজনীগন্ধা ও কেটাইপ (মাঝারি) ফেরি কুমিল্লা। ৭টি ফেরিতে অন্তত ১১০টির মতো যানবাহন এবং দুই শতাধিক যাত্রী আটকে ছিলেন। রাত শেষে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট প্রান্তে বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় আটকা থাকে।

আরও পড়ুন

বিআইডব্লিউটিসি জানায়, টানা ৯ দিন বিরতির পর গত সোমবার দিবাগত মধ্যরাত থেকে এই দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। কুয়াশার কারণে চলতি মাসের ১ জানুয়ারি থেকে চার দফায় এ পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় ৬৪ ঘণ্টা ফেরি বন্ধ ছিল। একই কারণে আরিচা-কাজিরহাট নৌপথে প্রায় ৯৮ ঘণ্টা ফেরি বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, কুয়াশার কারণে চলতি মৌসুমে মোট চার দফায় দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। সর্বশেষ গতকাল রাত ২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি বন্ধ হয়ে গেলে মাঝনদীতে যানবাহন বোঝাই ৭টি ফেরি আটকা পড়ে।

আরও পড়ুন