মুন্সিগঞ্জে পুলিশ সেজে চেকপোস্ট বসিয়ে ডাকাতি, একজন গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশ সেজে সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে ডাকাতি করার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার হাসাইল সংযোগ সড়কের সিদ্ধেশ্বরী জোড়া সেতু এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ডাকাত দলের ছয়জন পালিয়ে যান বলে জানায় পুলিশ।

আরও পড়ুন

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩৬) ওরফে কানা জহির। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার কালীরচর এলাকার মোহাম্মদ ব্যাপারীর ছেলে।

এ সময় ছয়জন পালিয়ে গেলেও একজনকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে সিদ্ধেশ্বরী জোড়া সেতু এলাকায় সাতজন পুলিশ পরিচয় দিয়ে একটি চেকপোস্ট বসান। ওই সাতজনের মধ্যে কয়েকজনের গায়ে পুলিশের পোশাক ছিল। তাঁরা অটোরিকশা, সিএনজিচালিত রিকশাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করছিলেন। এ সময় টঙ্গিবাড়ী থানা-পুলিশের একটি টহল দল ওই পথ ধরে যাচ্ছিল। পুলিশের পোশাক পরা কয়েকজনকে যাত্রীবাহী গাড়ি থামিয়ে তল্লাশি করতে দেখে থানা-পুলিশের টহল দল সেখানে থামলে ডাকাত দলের সদস্যেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া দেন। এ সময় ছয়জন পালিয়ে গেলেও একজনকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আটক করে পুলিশ।

আরও পড়ুন

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোয়েব আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আজ টঙ্গিবাড়ী থানায় একটি ডাকাতির মামলা হয়েছে। গ্রেপ্তার জহিরুল ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে আরও পাঁচটি ডাকাতির মামলা আছে। তাঁকে জিজ্ঞাসাবাদে জানা যায়, এর আগেও চক্রটি পুলিশ সেজে এভাবে ডাকাতি করেছিল।

আরও পড়ুন