সাতক্ষীরায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ও তিনটি পাঠাগারে বই উপহার

প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে সাতক্ষীরার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ও তিনটি পাঠাগারে চার হাজার বই উপহার দেওয়া হয়েছে। বুধবার সাতক্ষীরা প্রাণনাথ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে
ছবি: প্রথম আলো

সাতক্ষীরায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ও তিনটি বেসরকারি পাঠাগারে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে চার হাজার বই উপহার দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রাণনাথ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বইগুলো হস্তান্তর করা হয়।

উপহার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো সাতক্ষীরার প্রাণনাথ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ উপজেলার মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তালা উপজেলার শহীদ আবদুল আলিম সাহিত্য সংসদ, হাজরাকাটি পাবলিক লাইব্রেরি এবং শ্যামনগর স্বপ্নসিঁড়ি গ্রন্থাগার।

আরও পড়ুন

সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ ও সাতক্ষীরা প্রাণনাথ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপ্রিয়া গাইন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।

বক্তারা বলেন, বই কিনে কিংবা পড়ে কেউ দেউলিয়া হয়নি। বরং শাণিত হয়েছে, সমৃদ্ধ হয়েছে। বই পাঠে মানুষ সচেতন হয়, দক্ষ হয়, বিকশিত হয় ও সুশিক্ষিত হয়। পরিবার থেকে পাঠাভ্যাসের প্রয়োজন। পরিবার শিক্ষিত না হলে জাতি পিছিয়ে পড়ে। এ জন্য আলোকিত সমাজ ও দেশ গঠনে সবার আগে তরুণদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে। যে যত বেশি গঠনমূলক বই পড়ে, তার জ্ঞানের জানালা তত বেশি খোলে। আলোকিত মানুষ হতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন
উপহারের বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বুধবার সাতক্ষীরা প্রাণনাথ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

উপহারের বই পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সাতক্ষীরা প্রাণনাথ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ ঘোষ, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান খান ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রণজিৎ বর্মণ। তাঁরা বলেন, এ ধরনের মহৎ উদ্যোগ তরুণ সমাজকে বই পড়তে উদ্বুদ্ধ করবে। তরুণ সমাজকে বই পড়ার পাশাপাশি সাংস্কৃতিকভাবেও সমৃদ্ধ হতে হবে। নইলে দেশকে অপসংস্কৃতি থেকে মুক্ত করা যাবে না। এ জন্য শুধু প্রথম আলো ও বিকাশ নয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার ম্যাগাজিন সম্পাদক মাসকুরা বাবলী, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার, সদস্য ইফতি হাসান, সোহাগ ইসলাম, মোকলেসুর রহমান ও আমিন ইসলাম বই বিতরণ কার্যক্রমে সহায়তা করেন।

আয়োজকেরা জানান, বিকাশ সারা দেশে সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে বই উপহার দিচ্ছে। বিকাশের এ উদ্যোগের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট। আগ্রহী কেউ এই কার্যক্রমে শামিল হতে চাইলে বিকাশ অ্যাপের মাধ্যমে প্রথম আলো ট্রাস্টকে বই কেনার জন্য অনুদানও দিতে পারেন।

আরও পড়ুন