রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস
রাজশাহীর বিনোদপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক সংস্কারের কাজ চলছে। এক পাশের রাস্তা বন্ধ, অন্য পাশ দিয়ে চলছে গাড়ি। ধুলাবালুর মধ্যে সড়ক বিভাজকের কাজ করছেন কয়েক শ্রমিক। তাঁদেরই একজন মোমেনা আক্তার। নগরের দামকুড়া এলাকা থেকে কাজে এসেছেন তিনি। এক দিনের কাজের মজুরি ৩৭০ টাকা। মোমেনা বলেন, ‘এই রোদে খুব কষ্ট হচ্ছে। কিন্তু পেট তো মানে না। কাজ তো করতেই হবে।’
মোমেনাদের কষ্টের তীব্রতা বাড়িয়েছে অব্যাহত দাবদাহ। ১০ দিন ধরে রাজশাহীতে তাপমাত্রা বেড়েই চলেছে। চৈত্রের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে তাপমাত্রার পারদ ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ পয়লা বৈশাখে সেই তাপমাত্রা বেড়ে হয়েছে ৪০ দশমিক ৬।
আজ বেলা তিনটায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। এ ধরনের তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলছেন আবহাওয়াবিদেরা। তাপমাত্রা আরও বাড়বে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
বিনোদপুরে মহাসড়কের কাজ করছিলেন শ্রমিক আয়নাল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘গরমে শরীর শুকিয়ে যাচ্ছে। হাতমুখে পানি দিয়েও কোনো কাজ হচ্ছে না। সংসার আছে, কাজ তো করতেই হবে।’ নগরের চৌদ্দপায় এলাকায় মো. রাজিবের সঙ্গে কথা হয়। তিনি তাঁর ছেলেমেয়েদের নিয়ে বের হয়েছেন। সন্তানদের গাছের ছায়ায় মোটরসাইকেলে বসিয়ে রেখে ওয়াসার লাইনের পানি দিয়ে হাতমুখ ধুচ্ছিলেন। মাথায় পানি দিতে দিতে বলেন, রোজা রেখে বের হয়েছেন। তাপমাত্রা খুবই বেড়ে গেছে। এ কারণে একটু হাতে-মুখে-মাথায় পানি দিচ্ছেন।
রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে সর্বশেষ গত ৩ এপ্রিল ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়। তখন তাপমাত্রা ২৫ ডিগ্রিতে নেমে আসে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। গত ১০ দিনের তাপমাত্রা পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রায় প্রতিদিনই রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে। গত বৃহস্পতিবার ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৩৭ দশমিক ৫, শনিবার ৩৮, রোববার ৩৮ দশমিক ৬, সোমবার ৩৮ দশমিক ৬, মঙ্গলবার ৩৯, বুধবার ৩৯ দশমিক ১ এবং গতকাল বৃহস্পতিবার ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ সেটি দাঁড়িয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ছয়টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ আর বেলা তিনটায় ২৮ শতাংশ।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক রাজিব খান বলেন, গতকালের তুলনায় আজ তাপমাত্রা একটু বেড়েছে। এ তাপমাত্রা অব্যাহত থাকবে।