৫ বছর পর সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্যসচিব আবু জাহিদছবি: সংগৃহীত

পাঁচ বছর পর সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে আবার ছয় সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে রহমতউল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া আবুল হাসান, তাসকিন আহমেদ, মনিরুজ্জামান ও মো. আক্তারুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০১৯ সালের ১১ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপির নির্দেশে সৈয়দ ইফতেখার আলীকে আহ্বায়ক ও আব্দুল আলীমকে সদস্যসচিব করে ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটির ওপর নির্দেশনা ছিল তিন মাসের মধ্যে ইউনিট কমিটিগুলো গঠন করে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার। কিন্তু পাঁচ বছরেও তা বাস্তবায়ন করতে পারেনি সদ্য বিলুপ্ত কমিটি।

আরও পড়ুন

জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়ার আগে রোববার দুপুরে সাতক্ষীরা জেলার কমিটির অধীন সব উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির সদস্য ফরম বিতরণ ও কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়। রোববার বেলা ১১টায় বিএনপির ঢাকার পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদ (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সঙ্গে সাতক্ষীরার শীর্ষস্থানীয় নেতাদের দীর্ঘক্ষণ বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর রাতেই জেলা আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, সম্প্রতি উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন নিয়ে জেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত শ্যামনগর উপজেলা ও পৌর কমিটি, কালীগঞ্জ তারারী ও চম্পাফুল ইউনিয়ন কমিটি, আশাশুনির বুধহাটা ইউনিয়ন কমিটি ও দেবহাটা নওয়াপাড়া ইউনিয়ন কমিটি গঠন নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামের অনুসারীরা বিরোধে জড়িয়ে পড়ে। প্রতিটি স্থানে সংঘর্ষ এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ জারি করা হয়। এই চার স্থানে কর্মসূচি নিয়ে শুধু দেবহাটায় কোনো ধরনের সংঘর্ষ হয়নি। অন্য স্থানগুলোতে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সদ্য বিলুপ্ত জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী রোববার রাতে ফেসবুকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘...দলের সকল পর্যায়ের নেতা–কর্মীদের প্রতি আমার বিনীত আহ্বান, আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাঁর অনুসৃত আদর্শকে হৃদয়ে ধারণ করে নেতিবাচক কর্মকাণ্ড পরিহারপূর্বক সবাই সৃষ্টিশীল চেতনায় ধাবিত হবেন, এই বিশ্বাসে আমি বিন্দুমাত্র দ্বিধান্বিত নই।’

আরও পড়ুন