‘কম্বল পাইয়ে একটুখানি হলেও আরাম হবে নে’

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিংহড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়
ছবি: প্রথম আলো

‘সে রকম শীত পড়েছে। বিড়ার ফাঁক দে হু হু করে ঠেন্ডা হাওয়া ঢুকে ঘুরে। গা-গতর, হাত-পা সব হিম হুয়ে যায়। হেতো ঠান্ডায় বাঁচি থাকা দায় হুয়ে গে। কম্বল পাইয়ে একটুখানি হলেও আরাম হবে নে।’ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিংহড়তলী গ্রামের বাসিন্দা ৭৭ বছর বয়সী ফুলজান বিবি কম্বল পেয়ে এসব কথাগুলো বলেন।

বুধবার সাতক্ষীরায় ১৫৫ জনকে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে শ্যামনগর উপজেলার সুন্দরবন–সংলগ্ন গ্রাম সিংহড়তলী। চুনো নদী বিভক্ত করেছে সুন্দরবন ও লোকালয়। নদীর পাড়ে এসব লোকালয়ে খুপরি ঘরে মানুষের বসবাস। চুনো নদীর উত্তর পাশে ২০১১ সালে ২৮ জানুয়ারি সিংহড়তলীতে নির্মাণ করা হয় প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্র।

ওই কেন্দ্রের চত্বরে সিংহড়তলী, চুনকুড়ি, হরিনগর ও যতীন্দ্রনগর গ্রামের ১১০ জন নারী–পুরুষ শীতার্ত মানুষকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল তুলে দেওয়া হয়। বেলা দেড়টার দিকে পারশেখালী গ্রামে ৩০ জন দুস্থ ও প্রতিবন্ধীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। এরপর শ্যামনগরের ফুলতলা মোড়ে ১৫ জনকে কম্বল দেওয়া হয়।

চুনকুড়ি গ্রামের সগীর মোড়ল (৭৫) ও  কাঞ্চন মণ্ডল (৬০), স্মৃতি রানী মণ্ডল (৫৫)—তাঁরাও খুব খুশি। তাঁরা বলেন, প্রথম আলোকে ধন্যবাদ। প্রাকৃতিক দুর্যোগ ও শীতের সময় তাঁরা সহযোগিতা করে থাকে।    

শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন সিংহড়তলী সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে আবদুল রব, সহকারী শিক্ষক কল্পনা রানী সরদার ও নেছার রানী গাজী, সুন্দরবন বন্য প্রাণী উদ্ধার কমিটির আহ্বায়ক আবদুল গণি ও কলেজশিক্ষক সামিউল মনির।

আরও পড়ুন

প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক ইমরুল হাসান, যুগ্ম সম্পাদক মোকাররাম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মো. পারভেজ, জেন্ডার–বিষয়ক সম্পাদক শারমিন আক্তার ও প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।

প্রথম আলো ট্রাস্টের এই উদ্যোগে সহযোগিতা করছে ইলেকট্রো মার্ট লিমিটেড (কনকা)। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অনুদানের টাকায় কেনা কম্বল অসহায় ও শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।