জাসদ নেতাদের বিরুদ্ধে থানায় এজাহার, যাচাই–বাছাই করছে পুলিশ

আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় গুলিতে নিহত আওয়ামী লীগের নেতা সিদ্দিকুরের পরিবার থেকে থানায় মামলার এজাহার জমা দেওয়া হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সিদ্দিকুরের চাচাতো ভাই ও ৩ নম্বর চাঁদগ্রাম ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক মণ্ডল বাদী হয়ে এজাহারটি জমা দেন।

আরও পড়ুন

মামলার এজাহারে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপনকে প্রধান আসামি করা হয়েছে। সেই সঙ্গে তাঁর ছোট ভাই চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপনসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিকেল ৫টার দিকে প্রথম আলোকে বলেন, ‘এজাহারের কপি পেয়েছি। যাচাই–বাছাই করা হচ্ছে। এরপর মামলা রুজু করা হবে।’

আরও পড়ুন

ওসি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ছাড়া প্রযুক্তিরও সহায়তা নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে শিগগিরই কয়েকজনকে ধরা সম্ভব হবে।

এজাহারের বাদী এনামুল হক মণ্ডল বলেন, ‘আমার ভাইকে জাসদের সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। স্বপন, তপনসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে সন্ত্রাসীরা অস্ত্র-গুলি কোথায় পেল, সেটা খুঁজে বের করতে হবে।’

আরও পড়ুন