ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শারমীনকে বহিষ্কারের সিদ্ধান্ত

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমী
সংগৃহীত

এক নারীকে নির্যাতন চালিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমী ওরফে কেকাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে শহরের টাউন হলের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার এ সিদ্ধান্ত রেজল্যুশন করে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম।

আরও পড়ুন

ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নির্দেশেই এ সভা আহ্বান করা হয়েছে বলেও দলীয় সূত্র নিশ্চিত করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় ছিলেন সহসভাপতি সিদ্দিকুর রহমান, সালাহউদ্দিন আহম্মেদ, জেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান, যুগ্ম সম্পাদক মুজিবুল হক আকন্দ, তরুণ কর্মকার, প্রচার সম্পাদক এম আলম খান কামাল, দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় শারমীনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। আমরা সভার সিদ্ধান্ত রেজল্যুশন করে কেন্দ্রে পাঠাব। কেন্দ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।
সরদার মো. শাহ আলম, সভাপতি, ঝালকাঠি জেলা আওয়ামী লীগ

সভায় উপস্থিত কয়েকজন আওয়ামী লীগ নেতা আজ মঙ্গলবার প্রথম আলোকে জানান, শারমীন মৌসুমীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেই জেলা আওয়ামী লীগ এ জরুরি সভা করে। দলের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে শারমীন মৌসুমী সংগঠনবিরোধী কার্যক্রম চালাচ্ছেন। বিভিন্ন অপকর্ম করে জেলা আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ন করছেন। সভায় অংশ নেওয়া নেতারা শারমীনকে দল থেকে বহিষ্কার করার জন্য সুপারিশ করেন।

গত ৩০ আগস্ট এক নারীকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠে। ওই ঘটনায় ১৭ সেপ্টেম্বর ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী, শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ ছয়জনের নামে মামলা করেন ভুক্তভোগী নারী পারভীন বেগম (৩০)।

মামলার অন্য আসামিরা হলেন আনিসুর রহমানের বোন সেলিনা আক্তার (৫০) ও আইরিন পারভিন (৪২), যুব মহিলা লীগের কর্মী রাখি আক্তার (৩৮) ও ফাতেমা শরীফ (৩৫)। আসামিদের মধ্যে সেলিনা আক্তার বাদীর স্বামী বোরহান উদ্দিনের প্রথম স্ত্রী।

আদালত মামলাটি ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। পাশাপাশি ওই গৃহবধূকে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়ারও আদেশ দেন।

এদিকে ঝালকাঠির সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ও খেলার মাঠ নষ্ট করে অবৈধভাবে বাণিজ্যিক দোকান নির্মাণের অভিযোগ রয়েছে শারমীন মৌসুমীর বিরুদ্ধে।

আরও পড়ুন

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম বলেন, ‘সভায় শারমীনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। আমরা সভার সিদ্ধান্ত রেজল্যুশন করে কেন্দ্রে পাঠাব। কেন্দ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’