বায়ুর মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ বৃহস্পতিবারও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। বিশ্বের নগরগুলোর মধ্যে আজ যদিও ঢাকার অবস্থান ১২। গতকাল অবস্থান ছিল নবম।
ঢাকায় গত জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছেন নগরবাসী। গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
আজ সকাল সাড়ে নয়টার দিকে একিউআইয়ে ঢাকার স্কোর ১৬৩। আজ একই সময়ে এ তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের শহর করাচি মুম্বাই (২০৬)।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই স্কোরে আজ সকাল সাড়ে নয়টায় বায়ুর মানের নিরিখে দূষিত তালিকায় দ্বিতীয় স্থানে পাকিস্তানের আরেক শহর লাহোর (১৯৬)। ১৯২ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে কুয়েতের কুয়েত সিটি ও থাইল্যান্ডের ব্যাংকক। পঞ্চম স্থানে চীনের চংকুইং (১৮৯)।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
ধারাবাহিকভাবে বায়ুদূষণ নগরীর জনস্বাস্থ্যের ওপর হুমকি সৃষ্টি করছে বলে মনে করেন চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদেরা। পরিবেশবিজ্ঞানীদের অভিযোগ, দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগের অভাব আছে। এসব সমালোচনার মুখে গতকাল থেকে নগরী ও আশপাশের কয়েকটি এলাকায় দূষণকারী যানবাহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।