বৃষ্টি কতটা হয়েছে, আজ কোথায় হতে পারে জানাল আবহাওয়া অফিস

আবহাওয়া অধিদপ্তরছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ বৃষ্টির কারণ পশ্চিমা লঘুচাপ। আর এর প্রভাবে আজ বুধবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বের কয়েকটি জেলায় সকাল থেকেই রোদ আছে। রাজধানীতেও মেঘের মাঝে সকালে দেখা মিলেছে রোদের। এই বৃষ্টি, মেঘলা আকাশ আগামীকাল বৃহস্পতিবারই কমে যেতে পারে বলে আবহাওয়াবিদেরা বলছেন। তাঁদের কথা, এই বৃষ্টির কারণে তাপমাত্রা খানিকটা হলেও কমবে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় দিনাজপুরে, ৩০ মিলিমিটার। এ ছাড়া টাঙ্গাইলে ১৭, ডিমলায় ১৪, সিরাজগঞ্জে ১২ ও রাজশাহীতে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর রাজধানীতে বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার।

আজ সকাল থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকাল নয়টার দিকে একটু রোদেরও দেখা মিলেছে। সারা দিন আকাশ মেঘলা এবং আবার কখনো রোদের দেখাও মিলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, আজ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। আবার ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুরসহ দক্ষিণের বিভিন্ন এলাকায় রোদ দেখা গেছে। দেশের আরও কিছু স্থানেও রোদের দেখা মিলতে পারে।

আরও পড়ুন

এ বৃষ্টি আগামীকালের মধ্যে অনেকটাই কমে যেতে পারে বলে জানান আবুল কালাম মল্লিক। তিনি বলেন, বৃষ্টির প্রভাবে তাপমাত্রা খানিকটা কমে যেতে পারে। তবে তা হবে সাময়িক। এরপর আবার গরম বাড়বে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মার্চ মাসে দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় প্রায় এক সপ্তাহ ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে।