মেঘের কোলে রোদ হেসেছে

ফাইল ছবি।

রাজধানীর আকাশ আজ রোববার সকাল থেকেই ঝকঝকে। তিন দিন ধরে আকাশ ছিল গোমড়ামুখো। প্রায় একটানা বৃষ্টিও ঝরেছে। আকাশে আজ রোদের ঝিলিক। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঢাকাসহ দেশের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে বিদায় নিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফরিদপুর-মাদারীপুর অঞ্চলে থাকা স্থল নিম্নচাপটি আরও দুর্বল হয়ে পড়ছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন